শাসকদলের তোষণ রাজনীতি নিয়ে ফের সরব বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার উত্তর ২৪ পরগনার টিটাগড়ের চা-চক্র গিয়ে তিনি যা বললেন তা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।
এদিন দিলীপবাবুর স্পষ্ট কথা, এরাজ্যের মুসলমানরা সবথেকে বেশি অশিক্ষিত এবং গরীব। আর এর জন্য তিনি কাঠগড়ায় তুললেন বর্তমান শাসকদলকেই।
বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, “ইমামদের ২ হাজার টাকা আর পুরোহিতদের ১ হাজার টাকা কেন? পুরোহিতদেরও ২ হাজার টাকা দিক রাজ্য সরকার ।”
বুধবার চা-চক্র থেকেই রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক-সহ সাংসদ সৌগত রায়কেও (Sougata Roy) রীতিমতো কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।
