Friday, August 22, 2025

করোনা ভ্যাকসিন নিয়েও সাম্প্রদায়িক রাজনীতি! পাকিস্তানে পাঠানোর হুমকি বিজেপি নেতার

Date:

Share post:

আর কয়েকদিনের মধ্যেই জরুরি ভিত্তিতে দেশজুড়ে শুরু হবে করোনার টিকাকরণ (covid vaccination)। দেশজুড়ে ভ্যাকসিনের বণ্টন শুরু হয়ে গিয়েছে৷ আর এবার এই ভ্যাকসিন নিয়েও সাম্প্রদায়িক রাজনীতি শুরু হয়ে গেল। বেফাঁস মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সঙ্গীত সিং সোম (sangeet singh som)৷ উত্তরপ্রদেশের সরধনা কেন্দ্রের বিধায়ক সঙ্গীত সোম বলেন, যেসব মুসলিমদের ভারতের তৈরি ভ্যাকসিনে আস্থা নেই, তাঁদের পাকিস্তানে চলে যাওয়া উচিত৷ তাঁর কথায়, যেসব মুসলমান নরেন্দ্র মোদিকে বিশ্বাস করেন না, দেশের বিজ্ঞানীদের বিশ্বাস করেন না, তাঁদের ভারতে থাকার কোনও অধিকারই নেই৷ তাঁরা এক্ষুনি পাকিস্তানে চলে যান। ওখানে গিয়ে বরং ভ্যাকসিন নিন।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মহল থেকে পরিকল্পিতভাবে একটি গুজব ছড়ানো হচ্ছে৷ বলা হচ্ছে, করোনা ভ্যাকসিনে রয়েছে শুয়োরের জিলেটিন৷ এই গুজবের ফলে করোনা ভ্যাকসিন নিয়ে মুসলিম সমাজের মধ্যে একাংশে উদ্বেগ দেখা দিয়েছে৷ এই গুজবের মাঝেই এহেন বিতর্কিত মন্তব্য করে উত্তেজনা বাড়ালেন উত্তরপ্রদেশের এই বিজেপি নেতা।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, প্রথম ধাপে দেশের ১ কোটি স্বাস্থ্যকর্মী এবং ২ কোটি ফ্রন্টলাইন ওয়ার্কারের টিকাকরণের খরচ বহন করবে সরকার৷ আগামী ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে জরুরি ভিত্তিতে করোনা টিকাকরণ শুরু হবে। ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) দুটি ভ্যাকসিনে ছাড়পত্র দিয়েছে৷ একটি হল অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড এবং অপরটি ভারত বায়োটেক- আইসিএমআরের কোভ্যাক্সিন৷ এর আগে দেশের নটি মুসলিম সংগঠন জানায়, তারা চিনের তৈরি ভ্যাকসিন নেবে না৷ কারণ এই ভ্যাকসিনে রয়েছে শুয়োরের চর্বি৷ এখন ভারতের তৈরি ভ্যাকসিনেও শুয়োরের চর্বি মেশানো রয়েছে বলে গুজব ছড়িয়েছে৷ যদিও এই গুজব পুরোপুরি উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন:স্বামীজির মাথার ওপর শ্যামাপ্রসাদ-দীনদয়াল, উঠছে সমালোচনার ঝড়

Advt

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...