Sunday, November 2, 2025

করোনা ভ্যাকসিন নিয়েও সাম্প্রদায়িক রাজনীতি! পাকিস্তানে পাঠানোর হুমকি বিজেপি নেতার

Date:

Share post:

আর কয়েকদিনের মধ্যেই জরুরি ভিত্তিতে দেশজুড়ে শুরু হবে করোনার টিকাকরণ (covid vaccination)। দেশজুড়ে ভ্যাকসিনের বণ্টন শুরু হয়ে গিয়েছে৷ আর এবার এই ভ্যাকসিন নিয়েও সাম্প্রদায়িক রাজনীতি শুরু হয়ে গেল। বেফাঁস মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সঙ্গীত সিং সোম (sangeet singh som)৷ উত্তরপ্রদেশের সরধনা কেন্দ্রের বিধায়ক সঙ্গীত সোম বলেন, যেসব মুসলিমদের ভারতের তৈরি ভ্যাকসিনে আস্থা নেই, তাঁদের পাকিস্তানে চলে যাওয়া উচিত৷ তাঁর কথায়, যেসব মুসলমান নরেন্দ্র মোদিকে বিশ্বাস করেন না, দেশের বিজ্ঞানীদের বিশ্বাস করেন না, তাঁদের ভারতে থাকার কোনও অধিকারই নেই৷ তাঁরা এক্ষুনি পাকিস্তানে চলে যান। ওখানে গিয়ে বরং ভ্যাকসিন নিন।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মহল থেকে পরিকল্পিতভাবে একটি গুজব ছড়ানো হচ্ছে৷ বলা হচ্ছে, করোনা ভ্যাকসিনে রয়েছে শুয়োরের জিলেটিন৷ এই গুজবের ফলে করোনা ভ্যাকসিন নিয়ে মুসলিম সমাজের মধ্যে একাংশে উদ্বেগ দেখা দিয়েছে৷ এই গুজবের মাঝেই এহেন বিতর্কিত মন্তব্য করে উত্তেজনা বাড়ালেন উত্তরপ্রদেশের এই বিজেপি নেতা।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, প্রথম ধাপে দেশের ১ কোটি স্বাস্থ্যকর্মী এবং ২ কোটি ফ্রন্টলাইন ওয়ার্কারের টিকাকরণের খরচ বহন করবে সরকার৷ আগামী ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে জরুরি ভিত্তিতে করোনা টিকাকরণ শুরু হবে। ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) দুটি ভ্যাকসিনে ছাড়পত্র দিয়েছে৷ একটি হল অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড এবং অপরটি ভারত বায়োটেক- আইসিএমআরের কোভ্যাক্সিন৷ এর আগে দেশের নটি মুসলিম সংগঠন জানায়, তারা চিনের তৈরি ভ্যাকসিন নেবে না৷ কারণ এই ভ্যাকসিনে রয়েছে শুয়োরের চর্বি৷ এখন ভারতের তৈরি ভ্যাকসিনেও শুয়োরের চর্বি মেশানো রয়েছে বলে গুজব ছড়িয়েছে৷ যদিও এই গুজব পুরোপুরি উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন:স্বামীজির মাথার ওপর শ্যামাপ্রসাদ-দীনদয়াল, উঠছে সমালোচনার ঝড়

Advt

spot_img

Related articles

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...

মেক্সিকোর মার্কেটে বিস্ফোরণ, মৃত ২৩ শিশু! আহত অন্তত ১১

মেক্সিকোর সোনোরা প্রদেশের হারমোসিলো শহরের সুপার মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের (supermarket explosion in mexico) জেরে ২৩ জন শিশুর মৃত্যুতে...

বাংলাদেশি সন্দেহে বর্বরতার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

ফের বিএসএফের (BSF) বিরুদ্ধে বর্বরতার অভিযোগ! নদীয়ার চাপড়া থানার হাটখোলা গ্রামে এক স্থানীয় কৃষককে 'বাংলাদেশি' সন্দেহে মারধরের অভিযোগ...