Saturday, August 23, 2025

‘বাংলা-ইউপিতে বিজেপিকেই সাহায্য করবেন ওয়েইসি’, বলেই দিলেন সাক্ষী মহারাজ

Date:

এতদিন একতরফা অভিযোগ ছিলো, হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির (Asaduddin Owaisi) AIMIM বিজেপির বি-টিম, বিজেপির স্বার্থই রক্ষা করে৷

এবার বোধহয় মেঘ কাটতে চলেছে৷ বিজেপি (BJP) সাংসদ সাক্ষী মহারাজ (Sakshi Maharaj) খোলাখুলিই
স্বীকার করে নিলেন, ওয়েইসির AIMIM আসলে বিজেপির বি-টিম।

‘বিজেপির দোসর মিম’, দেশের ধর্মনিরপেক্ষ দলগুলির আনা এই অভিযোগ এবার কার্যত স্বীকার করে নিলেন গেরুয়া-সাংসদ সাক্ষী মহারাজ৷ বিজেপির এই সাংসদ বলেছেন, ”ঈশ্বরের আশীর্বাদে ওয়েইসি আমাদের উত্তরপ্রদেশ এবং বাংলা জয়ে সাহায্য করবেন।”
বিহার ভোটে সাফল্য পাওয়ার দিনই ওয়াইসি একুশের নির্বাচনে বাংলায় লড়াই করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এই লক্ষ্যে দুই রাজ্যের ছোট ছোট দলগুলির সঙ্গে জোট বাঁধার চেষ্টা করছেন আসাদউদ্দিন ওয়েইসি৷ ওদিকে উত্তরপ্রদেশ বা বাংলার ভোটে AIMIM-এর হাজিরা বিজেপিকে একেবারেই বিপাকে ফেলছে না। বরং এই রাজ্যগুলিতে AIMIM-এর উপস্থিতিতে লাভই দেখছেন গেরুয়া সাংসদ সাক্ষী মহারাজ। উত্তরপ্রদেশের ভোটে AIMIM-এর উপস্থিতি সম্পর্কে প্রশ্ন করা হলে এমন মন্তব্যই করেছেন মহারাজ ৷ উন্নাওয়ের এই সাংসদ স্পষ্ট বলেছেন, ”ওয়েইসি তো ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বর ওয়েইসিকে আরও শক্তি দিন। তিনি আমাদের বিহারে সাহায্য করেছে, এরপর উত্তরপ্রদেশ এবং বাংলাতেও করবেন।”

তৃণমূল ইতিমধ্যেই বিজেপির (BJP) সঙ্গে AIMIM-এর গোপন জোটের অভিযোগ তুলেছে৷ তৃণমূলের দাবি, বিজেপির থেকে টাকা নিয়ে বাংলার সংখ্যালঘু ভোটে ভাগ বসাতেই AIMIM আসছে।

এবার সাক্ষী মহারাজের বয়ানে সেই অভিযোগই কার্যত স্বীকৃতি পেল।

আরও পড়ুন- সোমবার ডায়মন্ড হারবারে বিজেপির রোড-শো, নেতৃত্বে শোভন–বৈশাখী

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version