মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান চললেও উধাও চেনা ভিড়

করোনা (Corona) আবহে নিউ নর্মালে (New Normal) মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরের (Gangasagar) পুণ্যস্নানে আজ, বৃহস্পতিবার অন্য বছরেই তুলনায় চেনা ভিড় উধাও। ভিনরাজ্য থেকে যে পুর্ণার্থীরা প্রতিবছর আসেন, তাঁরাও এবার কম এসেছেন বলেই জানা গিয়েছে।

প্রশাসন সূত্রে দাবি, গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত ৮ লক্ষর কাছাকাছি পুণ্যার্থী সাগরসঙ্গমে এসেছেন। প্রতিবারের মত এবারও কড়া নজরদারির ব্যবস্থা রয়েছে। টহল দিচ্ছে উপকূলরক্ষী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। নিরাপত্তায় সহায়তা করছে নৌবাহিনীও।

শর্তসাপেক্ষে গঙ্গাসাগরে স্নানের অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। জলে ডুব দিয়ে সমুদ্রে স্নানের অনুমতি দিলেও, ই-স্নানের উপরেই জোর দিতে বলেছেন প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণ এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ।

 

Previous articleমুখে কালি মেখেই বিদায় ট্রাম্পের, প্রথম প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বার ‘ইমপিচড’
Next articleভ্যাকসিন এলেও করোনা ভাইরাসকে ঠেকিয়ে রাখা দুষ্কর, আতঙ্কিত হু