Wednesday, August 27, 2025

‘একুশে বাংলা থেকে সাফ হয়ে যাবে বিজেপি’, মেননের বেফাঁস মন্তব্যে অস্বস্তিতে গেরুয়া শিবির

Date:

একুশের বিধানসভা নির্বাচন উপলক্ষে কোমর বেঁধে মাঠে নেমেছে যুযুধান দুই শিবির তৃণমূল(TMC) ও বিজেপি(BJP)। বাগযুদ্ধ শুরু হয়ে গিয়েছে দুই দলের নেতাদের মধ্যে। এমন সময়ে এবার বেফাঁস মন্তব্য করে দলকে বিপাকে ফেললেন পশ্চিমবঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন(Arvind Menan)। তৃণমূলকে বাংলার ক্ষমতা থেকে সরানোর কথা বলতে গিয়ে তিনি বলে বসলেন ‘২০২১ সালে বাংলা থেকে সাফ হয়ে যাবে বিজেপি’। তার এহেন মন্তব্যের পর গেরুয়া শিবির যেমন অস্বস্তিতে পড়ে গিয়েছে ঠিক তেমনি বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়(Saugata roy)।

একুশের নির্বাচনকে পাখির চোখ করে একাধিক কেন্দ্রীয় নেতাকে বাংলার দায়িত্বে পাঠিয়েছে বিজেপি। সেই তালিকায় পর্যবেক্ষক যেমন করা হয়েছে কৈলাস বিজয়বর্গীয়কে তেমনি সহ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব নিয়েছেন অরবিন্দ মেনন। ‌দায়িত্ব কাঁধে নিয়ে একাধিকবার শাসকদল তৃণমূলের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তাঁকে। ‌ সম্প্রতি বৃহস্পতিবার রাজ্যে এসে ভাষণ দিতে গিয়ে মুখ ফসকে বিজেপির মুখ কালো করে দিলেন অরবিন্দ মেনন। তিনি বলেন, ‘২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল অর্ধেক হয়ে গেছে। ২০২১ সালে বিজেপি সাফ হয়ে যাবে।’ দলের গুরু দায়িত্বে থাকা একজন ব্যক্তিত্বের মুখে এহেন মন্তব্য উঠে আসার পর স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে গিয়েছে গেরুয়া শিবির।

আরও পড়ুন:তৃণমূল-বিজেপিকে পরাস্ত করতে কংগ্রেসকে ১০০ আসন ছাড়তে পারে আলিমুদ্দিন

অবশ্য তার এই মন্তব্যকে হাতিয়ার করে মাঠে নেমে পড়েছে তৃণমূল। অরবিন্দ মেননের মন্তব্যের প্রেক্ষিতে বিবৃতি দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, ‘একেবারে ঠিক কথাই বলেছেন মেনন। ২০২১ সালে বাংলায় ফের ক্ষমতায় আসছে তৃণমূল।’

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version