Monday, August 25, 2025

রাজ্যে ভোটার বেড়েছে ২০ লক্ষ, সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত

Date:

রাজ্যে ভোটার বাড়লো ২০ লক্ষ৷ শতাংশের হিসেবে আগের ভোটার তালিকার থেকে ভোটার সংখ্যা বেড়েছে ২.০১ শতাংশ।

শুক্রবার প্রকাশিত হয়েছে সংশোধিত ভোটার তালিকা (voters list)৷

নির্বাচন কমিশন (election commission Of India) সূত্রে জানা গিয়েছে,

◾নতুন তালিকা অনুযায়ী এই মুহুর্তে পশ্চিমবঙ্গের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৩২ লক্ষ ৯৪ হাজার ৯৮০ জন।

◾আগের তালিকায় মোট ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ১৮ লক্ষ ৪৯ হাজার ৩০৮ জন।

◾নতুন তালিকায় বাদ পড়েছে বেশ কিছু ভোটারের নাম ।

◾প্রকাশিত সংশোধিত ভোটার তালিকায় পুরুষ ভোটার রয়েছেন ৩ কোটি ৭৩ লক্ষ ৬৬ হাজার ৩০৬।

◾মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৫৯ লক্ষ ২৭ হাজার ৮৪।

◾তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ৭৯০ জন।

◾রাজ্যে ভোটার বেড়েছে ২০ লক্ষের বেশি।

◾নতুন ভোটার তালিকা অনুযায়ী আগের থেকে রাজ্যে ভোটার সংখ্যা বেড়েছে ২.০১ শতাংশ।

কমিশন সূত্রের ইঙ্গিত, রাজ্যে এপ্রিল মাসে ভোট হতে পারে। কোভিড পরিস্থিতিতে বুথের সংখ্যা বাড়তে পারে। ইতিমধ্যেই ২ দফায় ঘুরে গিয়েছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। তিনি বার্তা দিয়েছেন, ভোটের সময় হিংসা বরদাস্ত করবে না কমিশন৷ রাজনৈতিক হিংসা নিয়ন্ত্রণে পুলিশকে তৈরি থাকতে হবে।

জানা গিয়েছে,

🔻আগামী সপ্তাহে রাজ্যে আসতে পারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

🔻সাধারণত ফুল বেঞ্চ ঘুরে যাওয়ার পরই ভোটের বিজ্ঞপ্তি জারি হয়৷

🔻এক্ষেত্রে ফেব্রুয়ারির মাঝামাঝি ভোটের বিজ্ঞপ্তি জারি হতে পারে৷

🔻রাজনৈতিক ও প্রশাসনিক মহলের ধারনা, এবার ৫ থেকে ৬ দফায় ভোট হতে পারে৷

আরও পড়ুন- ‘একুশে বাংলা থেকে সাফ হয়ে যাবে বিজেপি’, মেননের বেফাঁস মন্তব্য অস্বস্তিতে গেরুয়া শিবির

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version