ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন হল পিএসজি ( psg) । বৃহস্পতিবার তারা ২-১ গোলে হারাল মার্সেইলকে ( marseille)। পিএসজির হয়ে গোল ইকার্দি (icardi) এবং নেইমার( neymar)। চোট সারিয়ে মাঠে নেমেই গোল করলেন ব্রাজিলীও সুপারস্টার।

ম্যাচে এদিন মার্সেইলের বিরুদ্ধে শুরু থেকে আক্রমণে ঝাপায় পিএসজি। ম্যাচের ৩৯ মিনিটে গোল করে পিএসজিকে এগিয়ে দেন ইকার্দি। এরপর ম্যাচের পর আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের ব্যবধান বাড়াতে পারেনি পিএসজি।
ম্যাচের দ্বিতীয়ার্ধে দি মারিয়াকে তুলে নেইমারকে মাঠে নামান পিএসজি কোচ মৌরিসিও। মাঠে নেমেই পেনাল্টি থেকে গোল করেন নেইমার। ম্যাচের ৮৯ মিনিটে মার্সেইলের হয়ে একমাত্র গোলটি করেন পায়েট।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস
