Monday, May 5, 2025

ইস্তফা দিলেন তৃণমূল কংগ্রেস (TMC) পরিচালিত হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল আদক(Chairman Haldia Municipality Shyamal Adak)। জেলা রাজনীতিতে তিনি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন।

শুক্রবার শ্যামলবাবু জানিয়েছেন, জেলা রাজনীতির সাম্প্রতিক পরিস্থিতি দেখে নিজেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ এদিন দুপুরে নিজেই তাঁর ইস্তফাপত্র হলদিয়া মহকুমা শাসক ও পুরসভার CEO-র কাছে পাঠিয়ে দেন তিনি৷ তবে শ্যামল তৃণমূল ছাড়ছেন কি না, সে ব্যাপারে এখনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি। ২০১৭ সালের পুর নির্বাচনে হলদিয়ার ২৯টি ওয়ার্ডই দখল করে তৃণমূল। চেয়ারম্যান হন শ্যামল আদক। এবার তিনি সেই পদ ছাড়লেন (Resigned)৷ শ্যামলবাবু এক সময় হলদিয়ার প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠের ঘনিষ্ঠ ছিলেন। লক্ষ্মণের মদতেই হলদিয়া বন্দর এলাকার অধিপতি হয়ে ওঠেন৷ পরে, রাজ্যে পালাবদলের পর তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হয়ে ওঠেন এবং তাঁর ক্ষমতাও বৃদ্ধি পায়।
সূত্রের খবর, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হওয়ায় শ্যামল আদকের বিরুদ্ধে অনাস্থা আনার পরিকল্পনা করছে দলেরই বিরুদ্ধ গোষ্ঠী। তাই অনাস্থার আগেই শ্যামলবাবু সতর্ক পদক্ষেপ করে পুরসভার পদ ছাড়লেন৷ এমনই মনে করছে রাজনৈতিক মহল। জানা গিয়েছে, হলদিয়ার পুরসভার নতুন চেয়ারম্যান হতে চলেছেন ভাইস চেয়ারম্যান পদে থাকা সুধাংশু মণ্ডল।

আরও পড়ুন:স্কুলের ফি বৃদ্ধির প্রতিবাদে নবগ্রাম বিদ্যাপীঠ স্কুলে ব্যাপক উত্তেজনা

Related articles

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...
Exit mobile version