Saturday, August 23, 2025

সারা দেশের পাশাপাশি উত্তরবঙ্গের (North Bengal) জুড়ে শনিবার থেকে শুরু হল করোনা টিকাকরণ কর্মসূচি। শিলিগুড়ির (Siliguri) জেলা হাসপাতালে প্রথম দফায় চিকিৎসক, নার্স-সহ সব স্বাস্থ্যকর্মীকে টিকা দেওযা হচ্ছে। দ্বিতীয় দফায় অন্যান্য কোভিড (Covid) ওরিয়রদের (Worrier) করোনার ভ্যাকসিন দেওয়া হবে। জেলার পাঁচটি স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রায় একশো জন করে এই করোনার ভ্যাকসিন দেওয়া হবে। করোনার ভ্যাকসিন (Vaccine) পৌঁছনোর ফলে সাধারণ মানুষদের মধ্যে আশার আলো দেখা দিয়েছে।

শিলিগুড়ির জেলা হাসপাতালের একটি অংশকে করোনার ভ্যাকসিন বিলি কেন্দ্র বানানো হয়েছে। হাসপাতালের ঢোকার মুখে একটি ওয়েটিং রুম বানানো হয়েছে। যেখানে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অপেক্ষা করতে হবে করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য।

সূত্রের খবর, শনিবার জেলার পাঁচটি স্বাস্থ্যকেন্দ্র থেকে একশো জন করে মোট পাঁচশোজনকে এই করোনার ভ্যাকসিন দেওয়া হবে।

প্রথম ধাপে মালদহ (Maldah) জেলার ৮ টি কেন্দ্রে করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। শনিবার প্রথম করোনা ভ্যাকসিন দেওয়া হল জেলার ৮ টি কেন্দ্র থেকে। মোট ৮০০ জনকে করোনা (Corona) ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন দেওয়া হচ্ছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, কালিয়াচক-৩ নম্বর ব্লকের বেদরাবাদ গ্রামীণ হাসপাতাল, কালিয়াচক-১ নম্বর ব্লকের সিলামপুর গ্রামীণ হাসপাতাল, মানিকচক গ্রামীণ হাসপাতাল, রতুয়া গ্রামীণ হাসপাতাল, হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল, চাঁচল মহাকুমা হাসপাতাল ও বামোনগোলা ব্লকের মুদিপুকুর গ্রামীণ হাসপাতাল।

আরও পড়ুন:প্রথম করোনা আক্রান্তর খোঁজে চিনে হু-র দল

প্রতিটি কেন্দ্রে ১০০ জন করে স্বাস্থ্য কর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে। শনিবার মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ছয় তলায় পর্যবেক্ষণ কক্ষে টিকাকরণ কর্মসূচি শুরু হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, মুখ্য স্বাস্থ্য আধিকারিক শৈবাল বন্দ্যোপাধ্যায়, মালদহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা।

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...
Exit mobile version