Monday, November 10, 2025

সারা দেশের পাশাপাশি উত্তরবঙ্গের (North Bengal) জুড়ে শনিবার থেকে শুরু হল করোনা টিকাকরণ কর্মসূচি। শিলিগুড়ির (Siliguri) জেলা হাসপাতালে প্রথম দফায় চিকিৎসক, নার্স-সহ সব স্বাস্থ্যকর্মীকে টিকা দেওযা হচ্ছে। দ্বিতীয় দফায় অন্যান্য কোভিড (Covid) ওরিয়রদের (Worrier) করোনার ভ্যাকসিন দেওয়া হবে। জেলার পাঁচটি স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রায় একশো জন করে এই করোনার ভ্যাকসিন দেওয়া হবে। করোনার ভ্যাকসিন (Vaccine) পৌঁছনোর ফলে সাধারণ মানুষদের মধ্যে আশার আলো দেখা দিয়েছে।

শিলিগুড়ির জেলা হাসপাতালের একটি অংশকে করোনার ভ্যাকসিন বিলি কেন্দ্র বানানো হয়েছে। হাসপাতালের ঢোকার মুখে একটি ওয়েটিং রুম বানানো হয়েছে। যেখানে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অপেক্ষা করতে হবে করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য।

সূত্রের খবর, শনিবার জেলার পাঁচটি স্বাস্থ্যকেন্দ্র থেকে একশো জন করে মোট পাঁচশোজনকে এই করোনার ভ্যাকসিন দেওয়া হবে।

প্রথম ধাপে মালদহ (Maldah) জেলার ৮ টি কেন্দ্রে করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। শনিবার প্রথম করোনা ভ্যাকসিন দেওয়া হল জেলার ৮ টি কেন্দ্র থেকে। মোট ৮০০ জনকে করোনা (Corona) ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন দেওয়া হচ্ছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, কালিয়াচক-৩ নম্বর ব্লকের বেদরাবাদ গ্রামীণ হাসপাতাল, কালিয়াচক-১ নম্বর ব্লকের সিলামপুর গ্রামীণ হাসপাতাল, মানিকচক গ্রামীণ হাসপাতাল, রতুয়া গ্রামীণ হাসপাতাল, হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল, চাঁচল মহাকুমা হাসপাতাল ও বামোনগোলা ব্লকের মুদিপুকুর গ্রামীণ হাসপাতাল।

আরও পড়ুন:প্রথম করোনা আক্রান্তর খোঁজে চিনে হু-র দল

প্রতিটি কেন্দ্রে ১০০ জন করে স্বাস্থ্য কর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে। শনিবার মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ছয় তলায় পর্যবেক্ষণ কক্ষে টিকাকরণ কর্মসূচি শুরু হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, মুখ্য স্বাস্থ্য আধিকারিক শৈবাল বন্দ্যোপাধ্যায়, মালদহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version