করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য উৎসুক বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। শনিবার দেশজুড়ে শুরু হয়েছে করোনার টিকাকরণ। সকাল সাড়ে ১০ টা নাগাদ টিকাকরণের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আর তারপরই এইমসের (AIIMS) ডিরেক্টর চিকিৎসক রণদীপ গুলেরিয়া (Randeep Guleria) ওই ভ্যাকসিন নেন। আর তা দেখেই আর অপেক্ষা করতে পারছেন না কঙ্গনা।

Wonderful!! Can’t wait 🙏 https://t.co/4vriCefEUr
— Kangana Ranaut (@KanganaTeam) January 16, 2021
গুলেরিয়ার ভ্যাকসিন নেওয়ার একটি ভিডিও তিনি নিজের টুইটারে শেয়ার করেন। সেখানেই ক্যাপশনে কোভিডের (COVID 19) টিকাকরণের প্রক্রিয়াকে দারুণ বলে উল্লেখ করেন বলিউড অভিনেত্রী। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর থেকে একের পর এক মন্তব্যের জেরে বিতর্কে জড়ান কঙ্গনা রানাউত। তিনি যে শুধু বলিউডের অভিনেতা অভিনেত্রীর কথা বলে বিতর্কে জড়িয়েছেন তেমনটা নয়। তিনি রাজনীতিতেও ঢুকে একের পর এক মন্তব্য করেছেন। এভহাড়াও কখনও শাহিনবাগের আন্দোলন নিয়ে কটাক্ষ করেন কঙ্গনা, আবার কখনও কৃষক আন্দোলেন নিয়ে মুখ খুলতেও দেখা যায় তাঁকে। এমনকী, শাহিনবাগের বিলকিস বানো দাদিকে ১০০ টাকা পারিশ্রমিকের বিনিময়ে যে কোনও আন্দোলনের সঙ্গে যুক্ত করা যায় বলেও মন্তব্য করেন কঙ্গনা । এসবের জেরে বিস্তর বিতর্কের মুখেও পড়তে হয়েছে তাঁকে।

তবে কঙ্গনা এই মূহুর্তে এইমস-এর ডিরেক্টরকে ভ্যাকসিন নিতে দেখে তিনি আর অপেক্ষা করতে পারছেন না এটাই ‘বড়’ কথা।

আরও পড়ুন-নতুন জীবনে পা রাখলেন ত্বরিতা-সৌরভ, রইল অ্যালবাম