Thursday, December 4, 2025

করোনা টিকা নিয়ে মৃত্যু ২৩ জনের

Date:

Share post:

কোভিডের টিকা (Covid Vaccine) নেওয়ার পরই একের পর এক মৃত্যু। এখনও পর্যন্ত মোট ২৩ জনের মৃত্যু হয়েছে নরওয়েতে (Norway)। নরওয়ে জুড়ে এখন শুধু করোনা টিকা আতঙ্ক। সংশ্লিষ্টরা ফাইজার-বায়োএনটেক-এর (Pfizer and BioNTech) ভ্যাকসিন নিয়েছিলেন কয়েকদিন আগে।

ডিসেম্বরের (December) শেষ সপ্তাহ থেকেই নরওয়েতে শুরু হয়েছিল টিকাকরণ। নরওয়ের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, প্রথম ধাপে যাঁরা টিকা নেন, তাঁদের মধ্যেই ২৩ জনের মৃত্যু হয়েছে। ভ্যাকসিন নেওয়ার পর থেকেই তাঁদের নানা শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে, যা পরে গুরুতর আকার নেয়। ডায়রিয়া, বমি বমি ভাব, জ্বর হয় প্রত্যেকের। নরওয়ে সরকারের বক্তব্য, এ ক্ষেত্রে অসুস্থ ও বয়স্কদের টিকা নেওয়া বেশ ঝুঁকিপূর্ণ। ভ্যাকসিনের বেশ কিছু সাইড এফেক্ট দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রেই। নাইজেরিয়ান ইনস্টিটিউট অব পাবলিক হেলথ ভ্যাক্সিনেশন নিয়ে আগেই সতর্ক করেছিল। তারা জনিয়েছিল যাঁদের বয়স ৮০ বছরের ঊর্ধে তাঁদের ওপর এই টিকা কার্যকরী হবে না। সংবাদমাধ্যমে নাইজেরিয়ার নিয়ামক সংস্থা জানিয়েছে, যারা শারীরিকভাবে দুর্বল তাদের ক্ষেত্রে ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার মারাত্মক পরিণতিও হতে পারে।

সত্যি কি ভ্যাকসিন নেওয়ার পরেই এঁদের মৃত্যু হয়েছে? তার তদন্ত শুরু করেছে নাইজেরিয়ার নিয়ামক সংস্থা এবং ফাইজার-বায়োএনটেক। ফাইজার জানিয়েছে, এখনই ভ্যাকসিন নিয়ে কোনও সতর্কতা জারি করা হচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, এখন চিকিৎসকদের আরও বেশি সজাগ থাকতে হবে। আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। নাইজেরিয়ান মেডিসিন এজেন্সি জানাচ্ছে, মৃত্যুর পাশাপাশি ২১ জন মহিলা এবং ৮ জন পুরুষের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে। শারীরিক অস্বস্তি, অ্যালার্জি, জ্বর হয়েছে অনেকেরই। ৭ জনের শরীরে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। আবার অনেকে জানিয়েছেন, যেখানে ইঞ্জেকশন দেওয়া সেখানে ব্যাথা হয়েছে।

আরও পড়ুন-বিজ্ঞানীদের প্রশংসা, করোনায় মৃতদের শ্রদ্ধা: টিকাকরণের সূচনায় আবেগপ্রবণ মোদি

Advt

spot_img

Related articles

বচ্চন পরিবারকে বয়কটের দাবি মায়ানগরীর ফটোগ্রাফারদের!

ছবি শিকারীদের অপমান, যোগ্য জবাব পেলেন বলিউডের বর্ষীয়ান 'অ্যাংরি উইম্যান' জয়া বচ্চন (Jaya Bachchan)। এবার তিনিসহ গোটা বছর...

আজ বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা, তৃণমূল সুপ্রিমোর বার্তা শুনতে রেকর্ড জমায়েতের সম্ভাবনা

জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে এসআইআর (SIR) পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যে...

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...