Tuesday, August 26, 2025

রোজভ্যালি কাণ্ড: জামিনের আবেদন খারিজ, ট্রানজিট রিমান্ডে শুভ্রাকে ভুবনেশ্বরে নিয়ে যাচ্ছে CBI

Date:

রোজভ্যালি চিটফান্ড মামলায়(Rise Valoy Case) শুভ্রা কুণ্ডুর (Shuvra Kundu) জামিনের (Bail) আবেদন খারিজ করলো বিধাননগর মহকুমা আদালত৷ আজ, শনিবার সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর (Goutam Kundu) স্ত্রী শুভ্রা কুণ্ডুর ট্রানজিট রিমান্ডের (Transit Remand) সিবিআই (CBI) আবেদন মঞ্জুর করেছে আদালত। রবিবার তাঁকে জেরার করার জন্য ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে৷

শুক্রবার রাতভর বিধাননগরে সিবিআইয়ের দফতরেই ছিলেন শুভ্রা কুণ্ডু। সিবিআই সূত্রের খবর, শনিবার বেলা ১০টার পর শুভ্রার শারীরিক পরীক্ষা করা হয়। এরপর তাঁকে পেশ করা হয় আদালতে। সেখানে ট্রানজিট রিমান্ডে অভিযুক্তকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়ার আবেদন জানায় সিবিআই। অন্যদিকে, শুভ্রার আইনজীবী জামিনের আবেদন করেন। দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারক শুভ্রার জামিনের আবেদন খারিজ করেন এবং তদন্তের স্বার্থে সিবিআইয়ের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেন। সেই আবেদন মঞ্জুর হওয়ায় ভুবনেশ্বরে গিয়ে তাঁকে ফের জেরা পর্ব শুরু হবে।

শুভ্রা কুণ্ডু তদন্তে অসহযোগিতা করছিলেন বলে আগে থেকেই অভিযোগ ছিল সিবিআই-এর৷ গৌতম কুণ্ডুর গ্রেফতারির পর থেকে শুভ্রা কুণ্ডুই রোজভ্যালির বিভিন্ন সংস্থার দায়িত্বে ছিলেন৷ জেল থেকেই স্ত্রী শুভ্রাকে নাকি গৌতম সেই নির্দেশ দিতেন বলেই সিবিআই তদন্তে উঠে এসেছে। ফলে শুভ্রা এই তদন্তের জন্য খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, গত শুক্রবার দক্ষিণ কলকাতার আবাসন থেকে শুভ্রা কুন্ডুকে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারি এড়াতে দীর্ঘদিন মুম্বইয়ে ছিলেন তিনি। সম্প্রতি কলকাতার বাড়িতে ফেরেন তিনি। শুক্রবার সেখান থেকে সিবিআই গ্রেফতার করে তাঁকে।

আরও পড়ুন- এবার মোদি ঘনিষ্ঠ আদানিকে নিশানা করলেন বিজেপি সাংসদও

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version