Wednesday, August 20, 2025

‘তাণ্ডব’: হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে, অন্যথায় জুতো মারার হুঁশিয়ারি BJP বিধায়কের

Date:

সইফ আলি খান, ডিম্পল কবাডিয়া অভিনীত ওয়েব সিরিজ তাণ্ডব(tandav) গত শুক্রবার মুক্তি পেয়েছে। আর এই ছবি মুক্তির পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে এই ওয়েব সিরিজে(web series) হিন্দু দেবতাদের(Hindu God) অপমান করা হয়েছে। যার ফলেই উত্তাল হয়ে উঠল পরিস্থিতি। মহারাষ্ট্রের বিজেপি(BJP) বিধায়ক রাম কদম(Ram kadam) বলেন, ভগবান শিবকে নিয়ে রীতিমতো মজা করা হয়েছে সিনেমাটিতে। অবিলম্বে সিনেমার বিতর্কিত ওই অংশ কেটে বাদ দিতে হবে। এবং অভিনেতা জিসান আইয়ুবকে ক্ষমা চাইতে হবে।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাম কদম বলেন, ‘এই ওয়েব সিরিজের নির্মাতা এবং নির্দেশককে হাটু গেড়ে হাতজোড় করে ক্ষমা চাইতে হবে সকলের সামনে। যদি এটা না করা হয় তাহলে জুতো মারা হবে তাদের।’ পাশাপাশি যতদিন না সিনেমাটির বিতর্কিত অংশ বাদ দেওয়া হচ্ছে ততদিন তাণ্ডব সিনেমাটিকে বয়কট করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।তার কথায়, ‘কেন প্রতিবার হিন্দু দেব-দেবীদের অপমান করা হচ্ছে ওয়েব সিরিজ গুলিতে। আলি আব্বাস জাফরকে অবিলম্বে এই ওয়েব সিরিজ থেকে বিতর্কিত অংশ বাদ দিতে হবে। অভিনেতা জিসান আইয়ুবকে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে। না হলে তাণ্ডবকে কেন্দ্র করে তাণ্ডব চলবে।’

আরও পড়ুন:বিজেপির কোর কমিটির বৈঠকে বিধানসভা ভোটের ব্লু প্রিন্ট তৈরি

ইতিমধ্যেই এই ওয়েব সিরিজকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি সাংসদ মনোজ কোটক কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রীর প্রকাশ জাভড়েকর এর কাছে চিঠি লিখে ওয়েব সিরিজ তাণ্ডবের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি এই ওয়েব সিরিজ কে হিন্দু বিরোধী অভিযোগ করে লিখেছেন দেশের কোটি কোটি হিন্দুদের আস্থার ওপর আঘাত হেনেছে সিনেমাটি। ফলে অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নিক সরকার।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version