Saturday, August 23, 2025

মালদহ তৃণমূলে বড়সড় রদবদল৷ ভোটের মুখে তৃণমূলের (TMC) মালদহ (Malda) জেলা কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানো হল মোয়াজ্জেম হোসেনকে। পরিবর্তে নতুন চেয়ারম্যান হলেন প্রাক্তণ মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি ( krishnendu choudhury) আর মোয়াজ্জেম হোসেনকে করা হলো দলের রাজ্য সহ-সভাপতি।

জেলায় নতুন আরও দু’জন কো-অর্ডিনেটর নিয়োগ করাও হয়েছে। নতুন দুই কো-অর্ডিনেটর হলেন, বিধায়ক সাবিনা ইয়াসমিন ও হেমন্ত শর্মা।জেলা সংগঠনের কোর কমিটিতে আনা হয়েছে বিধায়ক নীহাররঞ্জন ঘোষকে। কলকাতায় দলের উচ্চ পর্যায়ের বৈঠকে এই রদবদল চূড়ান্ত করা হয়েছে। ওই বৈঠকে জেলার শীর্ষ নেতাদের পাশাপাশি ছিলেন ছিলেন সুব্রত বক্সি, প্রশান্ত কিশোর।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মালদহে একটি আসনও পায়নি তৃণমূল কংগ্রেস। একই অবস্থা হয় ২০১৯-এর লোকসভা নির্বাচনেও৷ ওই জেলার দুটি আসনের একটিও তৃণমূল দখল করতে পারেনি৷ শুধু আসন না পাওয়াই নয়, জেলায় গত কয়েক বছরে ধারাবাহিকভাবে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব বেড়েই চলেছে৷ ২০২১-এর ভোটে এসবের প্রভাব যাতে না পড়ে সেকারনেই সংগঠনের রদবদল করা হয়েছে বলে তৃণমূলের অন্দরের খবর৷ আগামী দু-তিন দিনের মধ্যেই জেলাস্তরে আলোচনা করে পূর্ণাঙ্গ ব্লক ও অঞ্চল কমিটি ঘোষণা করা হবে।

মালদহে ১২টি বিধানসভা আসন আছে। ২০১৬-তে জেলায় ১১ টি আসনে জিতেছিল বাম-কংগ্রেস জোট। একমাত্র আসন বৈষ্ণবনগর জিতেছিল বিজেপি। এরপর হবিবপুর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে জিতে জেলায় শক্তি বাড়ায় বিজেপি। ২০১৯ লোকসভা নির্বাচনে জেলার ১২ বিধানসভার মধ্যে ছটিতে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি৷ আগামী বিধানসভা নির্বাচনে মালদহে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন:‘দরজা এবার ছোট করছি, বন্ধও করে দেবো’, দলবদল প্রসঙ্গে বোধোদয় দিলীপ ঘোষের

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version