Friday, November 14, 2025

গোষ্ঠীদ্বন্দ্ব ঝেড়ে ফেলতে মালদা তৃণমূলে বড়সড় রদবদল

Date:

মালদহ তৃণমূলে বড়সড় রদবদল৷ ভোটের মুখে তৃণমূলের (TMC) মালদহ (Malda) জেলা কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানো হল মোয়াজ্জেম হোসেনকে। পরিবর্তে নতুন চেয়ারম্যান হলেন প্রাক্তণ মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি ( krishnendu choudhury) আর মোয়াজ্জেম হোসেনকে করা হলো দলের রাজ্য সহ-সভাপতি।

জেলায় নতুন আরও দু’জন কো-অর্ডিনেটর নিয়োগ করাও হয়েছে। নতুন দুই কো-অর্ডিনেটর হলেন, বিধায়ক সাবিনা ইয়াসমিন ও হেমন্ত শর্মা।জেলা সংগঠনের কোর কমিটিতে আনা হয়েছে বিধায়ক নীহাররঞ্জন ঘোষকে। কলকাতায় দলের উচ্চ পর্যায়ের বৈঠকে এই রদবদল চূড়ান্ত করা হয়েছে। ওই বৈঠকে জেলার শীর্ষ নেতাদের পাশাপাশি ছিলেন ছিলেন সুব্রত বক্সি, প্রশান্ত কিশোর।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মালদহে একটি আসনও পায়নি তৃণমূল কংগ্রেস। একই অবস্থা হয় ২০১৯-এর লোকসভা নির্বাচনেও৷ ওই জেলার দুটি আসনের একটিও তৃণমূল দখল করতে পারেনি৷ শুধু আসন না পাওয়াই নয়, জেলায় গত কয়েক বছরে ধারাবাহিকভাবে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব বেড়েই চলেছে৷ ২০২১-এর ভোটে এসবের প্রভাব যাতে না পড়ে সেকারনেই সংগঠনের রদবদল করা হয়েছে বলে তৃণমূলের অন্দরের খবর৷ আগামী দু-তিন দিনের মধ্যেই জেলাস্তরে আলোচনা করে পূর্ণাঙ্গ ব্লক ও অঞ্চল কমিটি ঘোষণা করা হবে।

মালদহে ১২টি বিধানসভা আসন আছে। ২০১৬-তে জেলায় ১১ টি আসনে জিতেছিল বাম-কংগ্রেস জোট। একমাত্র আসন বৈষ্ণবনগর জিতেছিল বিজেপি। এরপর হবিবপুর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে জিতে জেলায় শক্তি বাড়ায় বিজেপি। ২০১৯ লোকসভা নির্বাচনে জেলার ১২ বিধানসভার মধ্যে ছটিতে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি৷ আগামী বিধানসভা নির্বাচনে মালদহে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন:‘দরজা এবার ছোট করছি, বন্ধও করে দেবো’, দলবদল প্রসঙ্গে বোধোদয় দিলীপ ঘোষের

Related articles

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...

মমতার পথে হেঁটেই নীতীশের জয়! কী বলছে রাজনৈতিক মহল

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথ ধরেই বিহারে নীতীশ কুমারের (Nitish Kumar) সাফল্য। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারকে নকল...

কটকে শ্রেয়ার অনুষ্ঠানে ভিড়ের চাপে হুলুস্থুল, জ্ঞান হারালেন একাধিক শ্রোতা

ওড়িশার কটকে (Cuttack, Odissa) অনুষ্ঠান করতে গিয়ে অস্বস্তি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। হুলুস্থুল বেঁধে গিয়েছিল কনসার্টে। শ্রোতারাও...

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...
Exit mobile version