বিজেপির কোর কমিটির বৈঠকে বিধানসভা ভোটের ব্লু প্রিন্ট তৈরি

আজ রবিবার কলকাতার আইসিসিআরে বিজেপির (BJP) বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল। বিধানসভা ভোটের আগে ঘুঁটি সাজিয়েই মাঠে নামতে চাইছে দল। আর আজ সেই ব্লু প্রিন্ট তৈরি করতেই বৈঠকে বসেছিল গেরুয়া শিবির
মূলত: বিধানসভা নির্বাচন কে পাখির চোখ করে নির্বাচনী কৌশল নিয়েই আলোচনা হয়েছে ওই বৈঠকে। সকাল এগারোটা থেকে বিকেল পর্যন্ত বৈঠক চলে। বিভিন্ন জোনের পর্যবেক্ষক ও বিভিন্ন মোর্চার নেতৃত্বকে নিয়ে রাজ্যের কোর গ্রুপ বৈঠকে বসছিল। কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ-সহ উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, বাবুল সুপ্রিয়,  শমীক ভট্টাচার্য,   অন্য   রাজ্য নেতৃত্ব।
সূত্রের খবর, প্রার্থী হতে না পারলেও ভোটে দলকে জেতানোর চেষ্টা করতে হবে কর্মীদের, এমনই নির্দেশ দিয়েছে নেতৃত্ব । কর্মীরা যেন নিজেদের কথা না ভেবে দলের কথা ভাবেন, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। দলের নজরে যে একুশের বিধানসভা ভোট তা স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে ।

Previous articleআগামী সপ্তাহেই আরও ভ্যাকসিন আসছে রাজ্যে
Next article‘তাণ্ডব’: হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে, অন্যথায় জুতো মারার হুঁশিয়ারি BJP বিধায়কের