Thursday, August 28, 2025

G7 সামিটে মোদিকে আমন্ত্রণ ব্রিটেনের, ভারত সফরেও আসছেন বরিস জনসন

Date:

আগামী জুন মাসে ব্রিটেনে(Britain) আয়োজিত হতে চলেছে G7 সামিট(G7 summit)। সেখানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Prime minister Narendra Modi)। শুধু তাই নয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এটাও জানানো হয়েছে ওই সম্মেলন শুরুর আগে ভারত সফরে আসতে পারেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন(Boris Johnson)।

প্রসঙ্গত, অর্থনৈতিকভাবে শক্তিশালীবিশ্বের শীর্ষ সাতটি দেশকে নিয়ে প্রতি বছর বসে জি-সেভেন সামিট। এই সম্মেলনের সদস্য দেশ গুলি হল ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, আমেরিকা। এ বছরে এই সম্মেলন হওয়ার কথা রয়েছে ব্রিটেনে। মূলত করোনা অতিমারি, জলবায়ু পরিবর্তন, মুক্ত বাণিজ্যে মত আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে। সদস্য দেশ না হলেও এই সম্মেলনেই এবার উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। যদিও এবার G7 সামিটে সদস্য দেশগুলির পাশাপাশি আরও ৩টি দেশের প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে ব্রিটেন। যেখানে ভারত ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া। এ প্রসঙ্গে এক বিবৃতিতে বলা হয়েছে এই তিনটি দেশকে এবার আমন্ত্রণ জানানো হচ্ছে অতিথি হিসেবে।

আরও পড়ুন:রেলপথে জুড়ল ‘স্ট্যাচু অফ ইউনিটি’, গুজরাটে ৮ টি ট্রেন উদ্বোধন নরেন্দ্র মোদির

পাশাপাশি চলতি বছরে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে এবার অতিথি হিসেবে ভারত সফরে আসার কথা ছিল ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের। যদিও হঠাৎ ব্রিটেনে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সে সফর বাতিল করা হয়। তবে সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রজাতন্ত্র দিবসে বরিস জনসনের ভারত সফর বাতিল হলেও G7 সামিটের আগে ভারত সফর করে যেতে পারেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...
Exit mobile version