Monday, August 25, 2025

জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবার অযোধ্যায় মসজিদের ভিত্তিপ্রস্তর

Date:

অযোধ্যার ‘রাম জন্মভূমি মন্দির’ (Ram Mandir) নির্মাণের কাজ বহুদিন আগেই শুরু হয়েছে৷ করোনা আবহেই

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে অযোধ্যায় রামমন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে।

এবার মসজিদের (Ayodhya Mosque) ভিত্তিপ্রস্তর (Foundation) অনুষ্ঠান৷

আগামী ২৬ জানুয়ারি, দেশের সাধারণতন্ত্র দিবসের দিনেই বৃক্ষরোপণ এবং ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়েই হবে বহু প্রতীক্ষিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন। ওই অনুষ্ঠানের নির্ঘণ্ট প্রকাশ করেছে সুন্নি ওয়াকফ বোর্ডের IICF বা ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন৷
(INDO- ISLAMIC CULTURAL FOUNDATION)৷ এক
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মসজিদ নির্মাণের ক্ষেত্রে সাধারণ মানুষের স্বার্থে নানা প্রকল্পের কথা বলা রয়েছে। তাই মানুষের স্বার্থেই গাছ লাগানো। এতে সমাজ পরিবেশ বাঁচানর প্রতি আরও দায়বদ্ধ হবে। পাশাপাশি, বৃক্ষরোপণের মাধ্যমে আবহাওয়া পরিবর্তনের বিষয়ে বার্তা দেওয়া হবে সাধারণ মানুষকে, যাতে সকলেই সচেতন হন।

আরও পড়ুন:২০১৯-এ প্রকাশ্যে এলেও চিনে করোনা অনেক আগেই, দাবি উহানের বিজ্ঞানীদের

অযোধ্যার রামমন্দির থেকে ২৫ কিলোমিটার দূরে অত্যাধুনিক এই মসজিদ নির্মিত হবে। ২৬ জানুয়ারি সকাল ৮:৩০টায় মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপিত হবে। রবিবার মসজিদের ৯ ট্রাস্টি বোর্ড একত্রে বৈঠক করে। সেখানে বিদেশি বিনিয়োগকারীদের দেওয়া অর্থের ক্ষেত্রে আয়কর দফতরের ছাড়পত্র পাওয়া-সহ একাধিক বিষয়ে আলোচনা হয়।
৫ একর জায়গায় মসজিদের পাশাপাশি তৈরি হবে ৩০০ শয্যার মাল্টি-স্পেশ্যালিটি হাসপাতাল(Mosque and Hospital)৷
মসজিদ চত্বরে থাকবে পার্কিংয়ের ( Car Parking) ব্যবস্থা। পাঁচ একর জমিতে কমিউনিটি কিচেন এবং গ্রন্থাগার, মিউজিয়াম, ইন্দো- ইসলামিক কালচারাল রিসার্চ সেন্টার, প্রকাশনা সংস্থা তৈরি হবে। ইতিমধ্যেই অযোধ্যা ডিস্ট্রিক্ট বোর্ড মাটি পরীক্ষাও শুরু করেছে।

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version