Tuesday, November 4, 2025

উত্তরপ্রদেশে করোনা টিকা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মৃত স্বাস্থ্যকর্মী, শুরু বিতর্ক

Date:

Share post:

কোভিড ভ্যাকসিন (covid vaccine) নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে মারা গেলেন এক স্বাস্থ্যকর্মী। উত্তরপ্রদেশের (uttar pradesh) মোরাদাবাদের ঘটনা। সেখানকার জেলা হাসপাতালের ওয়ার্ড বয় (ward boy) হিসাবে কাজ করতেন ৪৬ বছরের মহিপাল সিং। শনিবার দুপুরে নিয়মমাফিক স্বাস্থ্যকর্মীদের জন্য বরাদ্দ করোনা টিকা নেন তিনি। তারপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রবিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু (death) হয়। কোভিড ভ্যাকসিন নেওয়ার পরই এই মৃত্যুর ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও উত্তরপ্রদেশ প্রশাসন সাফাই দিয়েছে, ওই ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন। এরপরই প্রশ্ন উঠছে, তাহলে একজন অসুস্থ ব্যক্তিকে যথাযথ পরীক্ষা না করে তড়িঘড়ি ভ্যাকসিন দেওয়া হল কেন? বিতর্ক শুরু হতেই তদন্তের কথা জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, পোস্ট মর্টেমের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন:কয়লা কাণ্ডে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ আইপিএস অফিসার তথাগত বসুকে

মোরাদাবাদের মৃত স্বাস্থ্যকর্মী মহিপাল সিংয়ের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই তিনি সর্দিকাশিতে ভুগছিলেন। তার মধ্যেই শনিবার দুপুরে হাসপাতাল থেকে ভ্যাকসিন নেন। এরপরই অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা।রবিবার হাসপাতালে আনার পথেই মৃত্যু হয় তাঁর। উত্তরপ্রদেশের এই ঘটনা ছাড়াও দিল্লি থেকে ভ্যাকসিন নিয়ে অসুস্থতার খবর সামনে এসেছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানান, কোভিড ভ্যাকসিন নেওয়ার পর ৫১ জন কমবেশি অসুস্থ হয়েছেন। এদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ২২ বছরের এক টিকাপ্রাপককে গুরুতর অসুস্থ অবস্থায় দিল্লির এইমস হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

Advt

spot_img

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...