Sunday, May 4, 2025

দীর্ঘ ভোগান্তির পর  অবশেষে স্বস্তি পেতে চলেছেন  মেট্রো (Kolkata Metro) যাত্রীরা। সোমবার থেকে প্রতিটি মেট্রো স্টেশনের প্রায় সবকটি গেট (every entry and exit gate will be open ) খুলে দেওয়া হচ্ছে।  মেট্রো ষাত্রীরা (metro passenger)অনেকদিন ধরেই এই দাবি জানিয়ে আসছিলেন। অনেক ভাবনা-আলোচনার পরে অবশেষে যাত্রীদের সমস্যা মেটাতে উদ্যোগী হলেন মেট্রো কর্তৃপক্ষ। সোমবার থেকে একাধিক স্টেশনের একাধিক গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।  মেট্রোর এই পদক্ষেপের  ফলে নিউ নর্মাল পিরিয়ডে (new normal period)যাত্রীদের যে ভোগান্তির হচ্ছিল, তা অনেকটাই কমবে বলা মনে করা হচ্ছে।

করোনা (Corona virus) আবহে লকডাউন (lockdown)পরবর্তী সময়ে অতিরিক্ত ভিড় এড়াতে প্রায় সব স্টেশনেই পাতালপ্রবেশের একাধিক গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। প্রতিটি স্টেশনেই একটি বা দু’টি গেট খোলা হচ্ছিল। কোথাও আবার একটি গেটে প্রবেশ অন্য গেটে বেরনোর ব্যবস্থা করা হয়েছিল। যার ফলে চূড়ান্ত নাকাল হতে হচ্ছিল যাত্রীদের। কাছাকাছি গেট খোলা না থাকায় অনেকটা ঘুরে  হেঁটে গিয়ে অন্য গেট দিয়ে ঢুকতে হচ্ছিল। এর ফলে  ট্রেন মিস তো করছিলেনই যাত্রীরা, সময়ও লাগছিল অনেকটা বেশি।  সেই সমস্যা খানিকটা লঘু করতে বেশ কয়েকটি স্টেশনের একাধিক গেট খোলার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর তরফে জানানো হয়েছে, সোমবার থেকে একাধিক স্টেশনে মোট ৫টি অতিরিক্ত গেট খোলা হবে। সেন্ট্রাল  (central metro)স্টেশনের ৫ নম্বর গেট কাল থেকে খোলা থাকবে প্রবেশের জন্যও। কালীঘাট (kalighat) স্টেশনের ৪ এবং ৫ নম্বর গেট দিয়েও যাত্রীরা বেরতে পারবেন। ১০ নম্বর গেট দিয়ে করা যাবে প্রবেশ। কাল থেকে রবীন্দ্র সরোবর (rabindra sarobar) স্টেশনের চার নম্বর গেট খুলে দেওয়া হবে যাত্রীদের বেরনোর জন্য। সেই সঙ্গে চাঁদনী চক এবং পার্ক স্ট্রিট (park st metro) স্টেশনের ১ নম্বর গেট দিয়ে প্রবেশ এবং প্রস্থান দুই’ই করা যাবে।

আরও পড়ুন-কয়লা কাণ্ডে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ আইপিএস অফিসার তথাগত বসুকে

 

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version