Wednesday, August 20, 2025

দীর্ঘ ভোগান্তির পর  অবশেষে স্বস্তি পেতে চলেছেন  মেট্রো (Kolkata Metro) যাত্রীরা। সোমবার থেকে প্রতিটি মেট্রো স্টেশনের প্রায় সবকটি গেট (every entry and exit gate will be open ) খুলে দেওয়া হচ্ছে।  মেট্রো ষাত্রীরা (metro passenger)অনেকদিন ধরেই এই দাবি জানিয়ে আসছিলেন। অনেক ভাবনা-আলোচনার পরে অবশেষে যাত্রীদের সমস্যা মেটাতে উদ্যোগী হলেন মেট্রো কর্তৃপক্ষ। সোমবার থেকে একাধিক স্টেশনের একাধিক গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।  মেট্রোর এই পদক্ষেপের  ফলে নিউ নর্মাল পিরিয়ডে (new normal period)যাত্রীদের যে ভোগান্তির হচ্ছিল, তা অনেকটাই কমবে বলা মনে করা হচ্ছে।

করোনা (Corona virus) আবহে লকডাউন (lockdown)পরবর্তী সময়ে অতিরিক্ত ভিড় এড়াতে প্রায় সব স্টেশনেই পাতালপ্রবেশের একাধিক গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। প্রতিটি স্টেশনেই একটি বা দু’টি গেট খোলা হচ্ছিল। কোথাও আবার একটি গেটে প্রবেশ অন্য গেটে বেরনোর ব্যবস্থা করা হয়েছিল। যার ফলে চূড়ান্ত নাকাল হতে হচ্ছিল যাত্রীদের। কাছাকাছি গেট খোলা না থাকায় অনেকটা ঘুরে  হেঁটে গিয়ে অন্য গেট দিয়ে ঢুকতে হচ্ছিল। এর ফলে  ট্রেন মিস তো করছিলেনই যাত্রীরা, সময়ও লাগছিল অনেকটা বেশি।  সেই সমস্যা খানিকটা লঘু করতে বেশ কয়েকটি স্টেশনের একাধিক গেট খোলার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর তরফে জানানো হয়েছে, সোমবার থেকে একাধিক স্টেশনে মোট ৫টি অতিরিক্ত গেট খোলা হবে। সেন্ট্রাল  (central metro)স্টেশনের ৫ নম্বর গেট কাল থেকে খোলা থাকবে প্রবেশের জন্যও। কালীঘাট (kalighat) স্টেশনের ৪ এবং ৫ নম্বর গেট দিয়েও যাত্রীরা বেরতে পারবেন। ১০ নম্বর গেট দিয়ে করা যাবে প্রবেশ। কাল থেকে রবীন্দ্র সরোবর (rabindra sarobar) স্টেশনের চার নম্বর গেট খুলে দেওয়া হবে যাত্রীদের বেরনোর জন্য। সেই সঙ্গে চাঁদনী চক এবং পার্ক স্ট্রিট (park st metro) স্টেশনের ১ নম্বর গেট দিয়ে প্রবেশ এবং প্রস্থান দুই’ই করা যাবে।

আরও পড়ুন-কয়লা কাণ্ডে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ আইপিএস অফিসার তথাগত বসুকে

 

Related articles

জলমগ্ন মুম্বই, প্রবল বৃষ্টিতে ডুবল অমিতাভের বাংলো!

বৃষ্টি বিপর্যস্ত মুম্বইতে (Rain Disaster in Mumbai) বিপর্যস্ত জনজীবন। রাস্তাঘাট - বাজার হাট থেকে রেল ট্র্যাকের একটা বড়...

মেট্রো টানেলে জল, অফিস টাইমে ব্যাহত পরিষেবা 

মেট্রো টানেলে জল জমে থাকায় বুধের সকালে অফিস টাইমে বন্ধ পাতালরেল পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। যতীন দাস পার্ক...

ঘুরপথে ক্ষমতা দখল করতে কেন্দ্রের স্বৈরাচারী বিল মানবে না ইন্ডিয়া, গর্জন অভিষেকের 

রাজ্যের অধিকার খর্ব করার উদ্দেশ্য নিয়ে আবার একটি স্বৈরাচারী বিল আনতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। বুধবার লোকসভায় সেই...

দিল্লিতে ফের স্কুল ওড়ানোর হুমকি! স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি

সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য, দিল্লির দুই স্কুলে বোমা হুমকির (Bomb threat in Delhi Schools) জেরে রীতিমতো আতঙ্কিত অভিভাবক -...
Exit mobile version