Wednesday, August 27, 2025

শিলিগুড়িতে মঙ্গলে দিলীপের সভা, শেষে অনুমতি দিল পুরসভা-প্রশাসন

Date:

প্রথমে রাজি না হলেও শেষ মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) সভার জন্য বাঘাযতীন পার্ক (Baghajatin Park) ব্যবহারের অনুমতি দিল শিলিগুড়ি (Siliguri) পুরসভা ও পুলিশ। সব ঠিক থাকলে মঙ্গলবার দুপুরে বাঘাযতীন পার্কের ওই জনসভায় হাজির থাকবেন দিলীপ ঘোষ-সহ বিজেপির একাধিক প্রথম সারির নেতা। বিজেপি সূত্রের খবর, ওই সভায় তৃণমূল, সিপিআইএম (Cpim) এবং কংগ্রেস (Congress) ছেড়ে অন্তত ১০ জন মাঝারি মাপের নেতা ও কয়েকশো কর্মী-সমর্থক বিজেপিতে যোগ দেবেন। তবে এ যাত্রায শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) শিলিগুড়িতে আসছেন না।

বিজেপির জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল রীতিমতো একটি তালিকা নিয়ে ঘুরছেন। যাতে কোন এলাকা থেকে কতজন বিজেপিতে যোগ দিচ্ছেন সেই হিসেব রয়েছে। যদিও বিজেপির দার্জিলিং (Darjeeling) জেলা সমতলের সভাপতি জানিয়ে দিয়েছে, বাঘাযতীন পার্কের সভায় রাজ্য সভাপতির উপস্থিতিতে অনেকেই বিজেপিতে যোগ দেওয়ারা ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। তবে শেষ পর্যন্ত কতজন বিজেপিতে যোগ দেবেন বলে চূড়ান্ত হয়েছে তা অবশ্য স্পষ্ট নয়।

বিজেপি সূত্রে খবর, এক সপ্তাহ আগেই বাঘা যতীন পার্ক ব্যবহারের জন্য অনুমতি চাইলেও পুরসভা তা দিতে চায়নি। সে সময়ে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি অনুষ্ঠান হবে বলে জানানো হয়। ঘটনাচক্রে, সোমবার সেই সরকারি প্রদর্শনী শেষ হয়েছে। তাতেই বিজেপিকে বাঘা যতীন পার্কে সভা করার অনুমতি দিয়েছে পুরসভা।
বাঘ যতীন পার্ক ও লাগোয়া এলাকায় অবশ্য বেশি জমায়েতের জায়গা নেই। লোকালয়ের মধ্যে অবস্থিত ওই ছোট্ট পার্কে বড়জোর হাজার পাঁচেক লোক স্বচ্ছন্দে বসতে পারেন। আশেপাশের জায়গা মিলিয়ে মেরেকেটে ৭-৮ হাজার লোকের জমায়েত ওই এলাকায় করা সম্ভব। যদিও বিজেপির সমালোচকদের বক্তব্য, শিলিগুড়ি শহরে বিজেপির সংগঠনের লোকবল কত তা বাঘা যতীন পার্কে রাজ্য সভাপতির সভার আয়োজন থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে।

আরও পড়ুন- নয়া কমিটিতে পদ মেলেনি, দলের বিরুদ্ধে ক্ষোভ কোচবিহারের তৃণমূল নেতার

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version