Tuesday, May 13, 2025

খায়রুল আলম (ঢাকা) : কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বিলাসবহুল ফ্ল্যাট ও বাড়ির মালিক বাংলাদেশিদের তালিকা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (Anti Corruption Commission)। উচ্চ আদালত নির্দেশনা দেওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের কাছে ওই চিঠি পাঠানো হয়েছে বলে বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন সচিব মু আনোয়ার হোসেন হাওলাদার জানিয়েছেন।

গত ১১ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের ডিরেক্টর জেনারেল (মানি লন্ডারিং) আনম আল ফিরোজের স্বাক্ষরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাসুদ বিন মোমেনের কাছে চিঠিটি পাঠানো হয়। চিঠি পাঠানোর বিষয়ে জানতে চাইলে দুর্নীতি দমন কমিশনের সচিব আনোয়ার জানান, “কানাডা, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে যারা অবৈধ সম্পদের মাধ্যমে বাড়ি-ঘর করেছে বলে জানা গেছে, তাদের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। “তারা তাদের স্ব স্ব এজেন্সির মাধ্যমে জেনে আমাদেরকে অবহিত করবেন। এই জন্য তাদেরকে (পররাষ্ট্র মন্ত্রণালয়) চিঠি দেওয়া হয়েছে।” দ্রুততম সময়ের মধ্যে তথ্যগুলো দুর্নীতি দমন কমিশনকে সরবরাহ করতে মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।

গত ১৮ নভেম্বর ডিআরইউর মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসে বিদেশমন্ত্রী (Foreign minister) এ কে আব্দুল মোমেন বাংলাদেশ থেকে কানাডায় টাকা পাচারের সত্যতা পাওয়ার কথা জানান। প্রাথমিকভাবে অর্থপাচারে (Money laundering) জড়িত যাদের তথ্য পাওয়া গেছে তার মধ্যে সরকারি কর্মচারীই ( Government employee ) বেশি বলে জানান তিনি। এছাড়া রাজনীতিক (Politician ) এবং ব্যবসায়ী ( Businesses Man ) থাকার কথাও তিনি বলেন। তবে কারও নাম তিনি প্রকাশ করেননি। সে বক্তব্যের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন নজরে আসার পর গত ২২ নভেম্বর হাই কোর্ট অর্থ পাচারকারী, দুর্বৃত্তদের নাম-ঠিকানার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা জানতে চায়।

আরও পড়ুন-বাংলাদেশকে টিকা উপহার দেবে ভারত সরকার

Related articles

দিন পনেরো আগেই কথা হয়েছে ছেলের সঙ্গে: শোকস্তব্ধ প্রীতমের বাবা রাজা দাশগুপ্ত

একজন দিলীপ ঘোষ। যিনি রিঙ্কু মজুমদারকে বিয়ে করার পরে আপন করে নিয়েছিলেন তাঁর পুত্র সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমকে...

মাকে খুনের অভিযোগে বাবা ও দাদার বিরুদ্ধে! অভিযোগ শিশুকন্যার 

নৃশংস পারিবারিক হত্যাকাণ্ড হাওড়ার জগাছায়। সোমবার রাতে মা সুলেখা জয়সওয়ালের রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী ও পুত্রের বিরুদ্ধে খুনের...

ঝড়-বৃষ্টির দাপট! মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ শ্রমিক

বাঁকুড়ায় কাজ করতে গিয়ে ঝড়ের জেরে মৃত্যু হল ২ শ্রমিক। মঙ্গলবার সকালে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে গিয়ে...

পুত্র-সুখ পাইনি, পুত্র-শোক পেলাম: প্রতীমকে হারিয়ে আক্ষেপ দিলীপ ঘোষের

রিঙ্কু মজুমদারকে বিয়ে করার পর তাঁর পুত্র প্রতীমকেও আপন করে নেন বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।...
Exit mobile version