Monday, November 3, 2025

‘নন্দীগ্রামেই প্রার্থী হোন, দু’জায়গায় দাঁড়াতে দেব না’, খেজুরিতে হুংকার শুভেন্দুর

Date:

Share post:

“আপনি নন্দীগ্রামে প্রার্থী হোন, তবে এক জায়গা থেকে দাঁড়াতে হবে৷ দু’জায়গায় দাঁড়াতে দেব না।প্রাক্তন এমএলএ, প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখা লেটার প্যাড ছাপিয়ে রাখুন। লড়তে আমি জানি৷ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হারবে, হারবে, হারবে”৷

মঙ্গলবার খেজুরিতে বিজেপির সভায় এভাবেই মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) নিশানা করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikariy)৷ এদিনের সভায় লোক টানতে শুভেন্দুর সঙ্গেই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এবং সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)৷

লকেট চট্টোপাধ্যায় এদিন সভা মাতিয়ে স্লোগান তোলেন, “মেদিনীপুরে পদ্ম, মমতা তুমি জব্দ”, “যতই বলো নন্দীগ্রাম, মানুষ বলছে জয় শ্রীরাম,”নন্দীগ্রাম দিচ্ছে ডাক, মমতাদিদি বাড়ি যাক”৷ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, “নন্দীগ্রাম ম্যাচের ফল সোমবারই ঘোষণা করে দিয়েছেন শুভেন্দু অধিকারী৷ আর ওই ম্যাচ দেখে লাভ কী ?”

◾এদিন শুভেন্দু অধিকারী বলেন,

> সোমবার নন্দীগ্রামে মমতার সভা ছিল আসলে আসাদউদ্দিন ওয়েসি-র সভা। কারা সভায় এসেছিলেন সবাই জানেন।

> কার ভরসায় নন্দীগ্রামে দাঁড়াবেন মমতা ? মেজ বোন, বড় বোন, যাই হোক, দু জায়গায় দাঁড়াতে দেব না। ৬২ হাজারের ভরসায় দাঁড়াবেন? পদ্ম তো আছে ২ লাখ ১৩ হাজারের ভরসায়, যাঁরা জয় শ্রীরাম বলেন৷
ওই ৬২ হাজারেও সিঁধ কাটবো।

> তৃণমূলের প্রার্থী মঞ্চেই ঠিক হয়। আমি বিজেপি করি। বিজেপির প্রার্থী মঞ্চে ঠিক হয় না।

> নন্দীগ্রাম আন্দোলনকে আজ পর্যন্ত স্বীকৃতি দেননি, মর্যাদা দেননি
মুখ্যমন্ত্রী৷ সিঙ্গুরের নাম থাকে অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকে, অথচ নন্দীগ্রামের জন্য একটা লাইনও নেই৷

> নন্দীগ্রামে যে পুলিশ কর্তাদের নির্দেশে পুলিশ গুলি চালিয়ে মানুষ খুন করেছে, সেই অরুন গুপ্তকে পাঁচবার চাকরিতে এক্সটেনশন দিয়েছেন মমতাদেবী৷ তারপর পার্থ চট্টোপাধ্যায় তাঁর হাতে ওই দলের পতাকা তুলে দিয়ে তৃণমূলে জয়েন করিয়েছেন৷ আর এক অফিসার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের জামিনের ব্যবস্থা করেছেন উনি৷ দেবাশিস গঙ্গোপাধ্যায়কে প্রমোশন দিয়েছেন৷ এদের কারো শাস্তি হয়নি৷ বরং এদের তৃণমূলে নিয়েছেন৷

◾লকেট চট্টোপাধ্যায় বলেন:

> নন্দীগ্রামে যাঁরা গুলি চালিয়েছিল, সেইসব পুলিসের পদোন্নতি হয়েছে। ইতিহাস কেউ ভুলে যায়নি।

> দিদি ভবানীপুরে ভয় পেয়েছেন।

> মুখ্যমন্ত্রী নিজেই নাকি ২৯৪টি আসনে প্রার্থী। নন্দীগ্রামে দাঁড়াবেন, ভবানীপুরে দাঁড়াবেন, পুরুলিয়ায় যাবেন! মানুষ টা টা বাই বাই করে দিয়েছে।

◾বাবুল সুপ্রিয় বলেন:

> শুভেন্দু তাঁর ভাষণে বলছেন, নন্দীগ্রামে মমতা হারবেন। ছোট্ট ভুল করেছে ৫০ হাজার ভোটে হারবেন বলে। আসলে হবে ৫৬৭২৬ ভোটে হারবেন।

শুভেন্দু অধিকারী এদিন অভিযোগ করেন, এদিনের সভার আগে দু’জায়গায় বিজেপির ওপর হামলার হয়েছে৷ খেজুরি ও দক্ষিণ কাঁথির মাজনায় হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই হামলায় দলের মণ্ডল সভাপতি-সহ বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।
পুলিশকে দু’দিন সময় দিয়েছি অভিযুক্তদের গ্রেফতার করার জন্য৷ গ্রেফতার করা না হলে আগামী সোমবার এসপি’র দফতরের সামনে ধরনায় বসবে বিজেপি৷

আরও পড়ুন:ভিডিও বার্তায় সকল দেশবাসীকে কৃষক আন্দোলনের পাশে দাঁড়ানোর আহ্বান রাহুলের

Advt

 

spot_img

Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...