Sunday, November 9, 2025

দলবদলুদের নিয়ে দ্ব্যর্থহীন ভাষায় বার্তা দিলেন তৃণমূল নেত্রী। পুরুলিয়া জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বললেন, “যারা যাচ্ছে ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে”। ভোটের মুখে শাসক দল ছেড়ে বিজেপিতে (Bjp) যাওয়ার হিড়িক পড়েছিল। আগেই সেই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছিলেন যারা যাচ্ছে যাক, তাতে তৃণমূলের কোন সমস্যা হবে না।

শুভেন্দু অধিকারী-(Shubhendu Adhikari) সহ বেশ কয়েকজন তৃণমূল (Tmc) ছেড়ে বিজেপিতে যাওয়ায় বাংলা রাজনীতিতে বেশ চর্চা শুরু হয়েছে। এর আগে তৃণমূলের প্রথম সারির অনেক নেতাই বলেছেন এজেন্সির ভয় পিঠ বাঁচাতে শাসক দল ছেড়ে গেরুয়া শিবিরের নাম লেখাচ্ছে অনেকেই তাতে তৃণমূলের সমস্যা হবে না। সোমবার নন্দীগ্রাম (Nandigram) দাঁড়িয়ে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যারা তাঁকে আপবাদ দিচ্ছে তাদের সম্পর্কে তিনি কিছু বলতে চান না। তাঁদের ভালো হোক। তবে বাংলা বেচতে চাইলে তিনি ছেড়ে দেবেন না। মঙ্গলবার পুরুলিয়ার (Purulia) জনসভায় দাঁড়িয়ে তিনি বলেন, রাজনীতিতে তিন ধরনের লোক আছে, লোভী-ভোগী-ত্যাগী। প্রথম শ্রেণীর লোক দল ছেড়ে অন্য দলে নাম লেখাচ্ছে। মমতা বলেন, “এতে দলের ভালই হচ্ছে। আপদ বিদায় হচ্ছে। থাকলে আরো জ্বালাত”। নাম না করে এটা শুভেন্দু অধিকারী সহ দলত্যাগী নেতাদের প্রতি কটাক্ষ বলে মত রাজনৈতিক মহলের।

পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল সবাইকে নিয়ে চলে। এই সরকার সবার কথা চিন্তা করে সব ভাষাভাষী মানুষকে স্বীকৃত দিয়েছে।

 

Related articles

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...
Exit mobile version