Friday, November 14, 2025

ফের ২ জইশ জঙ্গি ভারতীয় নিরাপত্তারক্ষীদের জালে, ভেস্তে গেল পাকিস্তানের অস্ত্র পাচারের ছক

Date:

ফের পাকিস্তানি রেঞ্জারদের অস্ত্র পাচারের ছক ভেস্তে দিল ভারতীয় নিরাপত্তারক্ষীরা। ড্রোনের মাধ্যমে সীমান্তের ওপার থেকে জম্মু ও কাশ্মীরে অস্ত্র পাচারের ছক কষেছিল। গ্রেফতার হয়েছে দুই জইশ-ই-মহম্মদ জঙ্গিও।

ঘটনাটি ঘটেছে জম্মুর রামবান এলাকার কাছে। ধৃত দুই জঙ্গির নাম উমর আহমেদ মালিক ও সুহেল আহমেদ মালিক। জানা গিয়েছে, ভারতীয় গোয়েন্দারা কিছুদিন আগেই খবর পেয়েছেন জম্মু ও কাশ্মীরের সাম্বা এলাকায় পাকিস্তানি রেঞ্জাররা ড্রোনের মাধ্যমে বহু অস্ত্র পাচার করেছে। তার ভিত্তিতেই সোমবার জম্মু ও কাশ্মীর পুলিশের বিশেষ গ্রুপ রামবান এলাকায় তল্লাশি চালিয়ে জইশ-ই-মহম্মদের একটি গোপন ঘাঁটির সন্ধান পায়। সেখান থেকে দুই জইশ জঙ্গিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি একে-৪৭, একটি পিস্তুল, ১৬টি গ্রেনেড, ১৯ একে-ম্যাগাজিন, ২৬৯টি তাজা কার্তুজ-সহ আরও অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। গোয়েন্দারা জানিয়েছেন, ধৃত উমর আহমেদ মালিক ও সুহেল আহমেদ মালিক অনন্তনাগ জেলার বিজবেহরা এলাকার সেমথান এলাকার বাসিন্দা।

জম্মু ও কাশ্মীর পুলিশ ধৃত দুই জঙ্গিকে জেরা করার পর উঠে এসেছে নানান তথ্য। পুলিশ সূত্রে খবর, ধৃতরা জানিয়েছে পাকিস্তানি রেঞ্জাররা ড্রোনের মাধ্যমে সাম্বা জেলার বিজয়পুর এলাকায় অস্ত্র পাচার করে। পরে সেগুলি ধৃতদের মাধ্যমে লুকিয়ে রাখার ব্যবস্থা করেছিল বুদগামের বাসিন্দা পাকিস্তানের মদতপুষ্ট জইশ জঙ্গিদের কাশ্মীরের দায়িত্বপ্রাপ্ত হ্যান্ডেলার আকিব ওরফে আলফা। তবুও ভারতীয় গোয়েন্দাদের জালে আটকেছেন জঙ্গিরা। সোমবার রামবান এলাকায় তল্লাশি চালান ভারতীয় নিরাপত্তারক্ষীরা। আর তাতেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি জঙ্গিদের খোঁজে নেমেছে নিরাপত্তারক্ষীরা।

আরও পড়ুন-প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কাটছাঁট, রাফাল প্রদর্শনে প্রথম মহিলা ফাইটার জেট চালক

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version