Tuesday, May 6, 2025

ফের ২ জইশ জঙ্গি ভারতীয় নিরাপত্তারক্ষীদের জালে, ভেস্তে গেল পাকিস্তানের অস্ত্র পাচারের ছক

Date:

ফের পাকিস্তানি রেঞ্জারদের অস্ত্র পাচারের ছক ভেস্তে দিল ভারতীয় নিরাপত্তারক্ষীরা। ড্রোনের মাধ্যমে সীমান্তের ওপার থেকে জম্মু ও কাশ্মীরে অস্ত্র পাচারের ছক কষেছিল। গ্রেফতার হয়েছে দুই জইশ-ই-মহম্মদ জঙ্গিও।

ঘটনাটি ঘটেছে জম্মুর রামবান এলাকার কাছে। ধৃত দুই জঙ্গির নাম উমর আহমেদ মালিক ও সুহেল আহমেদ মালিক। জানা গিয়েছে, ভারতীয় গোয়েন্দারা কিছুদিন আগেই খবর পেয়েছেন জম্মু ও কাশ্মীরের সাম্বা এলাকায় পাকিস্তানি রেঞ্জাররা ড্রোনের মাধ্যমে বহু অস্ত্র পাচার করেছে। তার ভিত্তিতেই সোমবার জম্মু ও কাশ্মীর পুলিশের বিশেষ গ্রুপ রামবান এলাকায় তল্লাশি চালিয়ে জইশ-ই-মহম্মদের একটি গোপন ঘাঁটির সন্ধান পায়। সেখান থেকে দুই জইশ জঙ্গিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি একে-৪৭, একটি পিস্তুল, ১৬টি গ্রেনেড, ১৯ একে-ম্যাগাজিন, ২৬৯টি তাজা কার্তুজ-সহ আরও অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। গোয়েন্দারা জানিয়েছেন, ধৃত উমর আহমেদ মালিক ও সুহেল আহমেদ মালিক অনন্তনাগ জেলার বিজবেহরা এলাকার সেমথান এলাকার বাসিন্দা।

জম্মু ও কাশ্মীর পুলিশ ধৃত দুই জঙ্গিকে জেরা করার পর উঠে এসেছে নানান তথ্য। পুলিশ সূত্রে খবর, ধৃতরা জানিয়েছে পাকিস্তানি রেঞ্জাররা ড্রোনের মাধ্যমে সাম্বা জেলার বিজয়পুর এলাকায় অস্ত্র পাচার করে। পরে সেগুলি ধৃতদের মাধ্যমে লুকিয়ে রাখার ব্যবস্থা করেছিল বুদগামের বাসিন্দা পাকিস্তানের মদতপুষ্ট জইশ জঙ্গিদের কাশ্মীরের দায়িত্বপ্রাপ্ত হ্যান্ডেলার আকিব ওরফে আলফা। তবুও ভারতীয় গোয়েন্দাদের জালে আটকেছেন জঙ্গিরা। সোমবার রামবান এলাকায় তল্লাশি চালান ভারতীয় নিরাপত্তারক্ষীরা। আর তাতেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি জঙ্গিদের খোঁজে নেমেছে নিরাপত্তারক্ষীরা।

আরও পড়ুন-প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কাটছাঁট, রাফাল প্রদর্শনে প্রথম মহিলা ফাইটার জেট চালক

Related articles

পহেলগামে নিহত দুই পরিবারকে সাহায্য় রাজ্যের, বাড়িতে গেলেন দুই মন্ত্রী

দেশের কোনও প্রান্তে কোনও দুর্ঘটনাতেও কেউ মারা গেলে সজাগ হয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিশেষত বিরোধী...

আইএসএল থেকে বিদেশি নেবে না ইস্টবেঙ্গল, ছাড়া হচ্ছে না বিষ্ণুকেও

আগামী মরসুমে শক্তিশালী দল গঠনের লক্ষ্যে এখন থেকেই মাঠে নেমে পড়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। দলে এবার ভালো বিদেশি(Foreigner) নেওয়াই প্রধান...

২০২৬-এ ফেব্রুয়ারির শুরুতেই মাধ্যমিক! রইল রুটিন

আগামী বছর কবে মাধ্যমিক(Madhyamik), মঙ্গলবার তা জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ(WBBSE)। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের গোড়াতেই শুরু হবে দশম...

সমস্যায় কর্ণপাত করছে না কেন্দ্র, নদী ভাঙন নিয়ে বিরক্ত মুখ্যমন্ত্রী

নদী ভাঙনের কারণে মালদহ জেলা বিপদের মুখে। এ পরিস্থিতিতে কেন্দ্রের(Central Govt) কাছে সাহায্য চেয়েও নিরাশ হতে হয়েছে রাজ্যকে।...
Exit mobile version