Saturday, August 23, 2025

জমি বিবাদের জেরে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির মৃত্যু, গুলিবিদ্ধ ১

Date:

জমি নিয়ে বিবাদের জেরে তৃণমূল(tmc) নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর (Gangarampur) থানার শুকদেবপুর এলাকার ঘটনা। গোলমালের সময়ে গুলিতে আরেক তৃণমূল নেতা জখম হয়েছেন বলে জানা গিয়েছে। ওই নেতার মাথায় গুলি লেগেছে। তাঁকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও পরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ বাহিনী করে রাখা হয় মোতায়েন করে রাখা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। এখনো কেউ গ্রেফতার হয়নি।

পলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত টিএমসি নেতার নাম কালীপদ সরকার (Kalipada Sarkar)। তিনি গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। তৃণমূলের অন্দরে তিনি জেলার চেয়ারম্যান বিপ্লব মিত্রর (Biplab Mitra) অনুগামী বলে পরিচিত ছিলেন। গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম সঞ্জিত সরকার (Sanjit Sarkar)। তাঁর সঙ্গে জমি নিয়ে কালীপদবাবুর লোকজনের গোলমাল হয়। সে সময়েই কালীপদবাবু অসুস্থ হন। পরে হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কালীপদবাবুর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়ে থাকতে পারে। যদিও তৃণমূলের একাংশের দাবি, কালীপদবাবুকে খুন করা হয়েছে।

উল্টোদিকে, সঞ্জিতবাবুও এলাকার তৃণমূলের নেতা হিসেবে পরিচিত। তাঁর অনুগামীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিনা প্ররোচনায় অপরপক্ষ গুলি চালিয়েছে। পুলিশের কাছে সব জানানো হয়েছে বলে তাঁদের দাবি। পুলিশ জানিয়েছে, ঠিক কীভাবে কী ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

এপিক বিতরণে কড়া নজর! এবার ডিজিটাল এভিডেন্স রাখবে কমিশন 

অবৈধ ভোটার কার্ড আটকাতে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন। ভোটার কার্ড বা এপিক এবার ভোটারের হাতে পৌঁছনোর সময়...

চলন্ত বাইকে চূড়ান্ত রোমান্স যুগলের! দিতে হল চড়া মাশুল

চলন্ত বাইকে (Bike) যুবক ও যুবতীর রোমান্স যা হার মানাবে বড় বড় বলিউড সিনেমাকে। একে অপরকে জড়িয়ে বাইকের...

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...
Exit mobile version