বিজেপির মুখে ঝামা: দুই “বেসুরো” সাংসদ আজ তৃণমূলের জনসভায়

বিজেপি যাঁদের দলে আসার কথা বলেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর তাঁদের ক্ষোভ প্রশমিত হয়েছিল আগেই। আজ মঙ্গলবার তাঁদের জনসভাতেও দেখা যাবে।

আজ পুরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন শতাব্দী রায়। মমতার ঠিক আগের বক্তা হবেন তিনি। শতাব্দী এদিন সকালে পুরুলিয়া রওনা হয়ে গেছেন।

অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় জনসভায় থাকছেন আরেক সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকবেন দলের মুখপাত্র কুণাল ঘোষ।

শতাব্দী এবং প্রসূনকে নিয়ে দুদিন আগেও বিজেপি বলেছে তারা নিচ্ছে। কিন্তু তাদের মুখে ঝামা ঘষে দুজনেই তৃণমূলে থাকছেন। অভিষেকের সঙ্গে তাঁদের আলোচনা খুবই ইতিবাচক হয়েছে। মনের কথা খুলে বলেছেন। শতাব্দীকে দলের সহ সভাপতি করা হয়েছে। প্রসূনও কাজের মানুষ। আজ রীতিমতো দলের জনসভায় ভাষণ দিয়ে তাঁরা নেমে পড়ছেন তৃণমূলের প্রচারে।

আরও পড়ুন : বাংলার ক্ষমতায় ফের তৃণমূলই, ইঙ্গিত সমীক্ষায়

Advt

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next articleসুরাতের রাস্তার ধারে শুয়ে থাকা শ্রমিকদের পিষে দিল ট্রাকের চাকা, মৃত ১৫