Monday, November 17, 2025

তৃণমূলের ছত্রধর মাহাতোকে হেফাজতে নিতে চায় NIA, শুনানি বুধবার

Date:

তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতোকে (Chattradhar Mahato) নিজেদের হেফাজতে নিতে চায় এজেন্সি এনআইএ (NIA)৷ মূলত সিপিএম নেতা প্রবীর মাহাতো খুন ও রাজধানী এক্সপ্রেস হাইজ্যাকের ঘটনাতেই তাঁকে হেফাজতে নিয়ে এনআইএ জিজ্ঞাসাবাদ করতে চায়।

কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের (High court) প্রধান বিচারপতির এজলাশে এনআইএ এই আর্জি পেশ করেছিলো৷ সোমবার সেই মামলার শুনানিতে এনআইএ নিজেদের বক্তব্য জানানোর জন্য সময় চায়। আদালত তা মঞ্জুর করে জানিয়েছে, আগামী ২০ জানুয়ারি ফের শুনানি হবে এই মামলার।

প্রসঙ্গত, ২০১৯-এর ফেব্রুয়ারি মাসে জেল থেকে ছাড়া পেয়ে তৃণমূলে (TMC) যোগ দেন ছত্রধর মাহাতো। তার কয়েক মাস পরে এই মামলায় পরপর দু’দিন ছত্রধরকে ঝাড়গ্রামের শালবনিতে কোবরা ক্যাম্পে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল এনআইএ। এবার তাঁকে হেফাজতে নিতে আবেদন জানাল তারা।
২০০৯ সালের ১৪ জুন লালগড়ের ধরমপুর গ্রামে খুন হন সিপিআইএম নেতা প্রবীর মাহাতো। সেই খুনের ঘটনার সঙ্গে তত্‍কালীন জনসাধারণের কমিটির নেতা ও বর্তমানে তৃণমূলের রাজ্য নেতা ছত্রধর জড়িত বলে অভিযোগ। এই মামলায় ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর সাংবাদিক ছদ্মবেশে পুলিশ ছত্রধর পুলিশ ছত্রধর মাহাতোকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে UAPA ধারায় মামলা হয়। ২০১২ সালের মে মাসে ছত্রধর দোষী সাব্যস্ত হন। এর চার সপ্তাহের মধ্যেই আদালত ছত্রধর মাহাতোকে রাজনৈতিক বন্দির তকমা দেয়। এই মামলায় ৩৭ জন অভিযুক্ত ছিলেন। এখন ২৭ জন জীবিত।

গত ২০০৯ সালের সিপিএম নেতা প্রবীর মাহাতো খুন এবং রাজধানী এক্সপ্রেস পণবন্দির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ছত্রধরের বিরুদ্ধে মামলা হয়। লকডাউন চলাকালীনই গত ৩০ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই দুই মামলায় এনআইএ-কে ফের তদন্তের নির্দেশ দেয় এবং বিজ্ঞপ্তি জারি করে। এর পর গত বছরের আগস্ট মাস থেকে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তে নামে এনআইএ।

আরও পড়ুন-বিজেপির মুখে ঝামা: দুই “বেসুরো” সাংসদ আজ তৃণমূলের জনসভায়

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version