Monday, August 25, 2025

৫ ফেব্রুয়ারি ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করতে রাজ্যে নাড্ডা, যোগ দেবেন শাহও

Date:

Share post:

২০১৯-এর লোকসভা নির্বাচনে ব্যর্থ হয়েছিল রাজ্য বিজেপির(BJP) রথ যাত্রার পরিকল্পনা। তবে বিধানসভা নির্বাচনের আগে ফের পুরনো ফর্মুলাকে হাতিয়ার করেই ময়দানে নামতে চলেছে বিজেপি। নবান্ন দখলের লক্ষ্যে এবার ‘পরিবর্তন যাত্রা’র(Parivartan Yatra) ডাক দিয়েছে রাজ্য বিজেপি। আগামী ৫ ফেব্রুয়ারি সেই পরিবর্তন যাত্রার সূচনা করতে রাজ্যে পা রাখছেন জেপি নাড্ডা(JP nadda)। ১০ ফেব্রুয়ারি এই পরিবর্তন যাত্রায় অংশ নিতে রাজ্যে আসবেন অমিত শাহ(Amit Shah)। ফলস্বরূপ রাজ্য বিজেপির নয়া এই কর্মসূচিকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

১৯৯২ সালে লালকৃষ্ণ আদবানির রাম রথযাত্রা জাতীয় রাজনীতিতে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। সেই সময় বিজেপিকে কেন্দ্রে ক্ষমতা এনে দিতে এই রথ যাত্রার ভূমিকা ব্যাপক বলে দাবি করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এরপর থেকে দেশের নানা প্রান্তে বহুবার রথ যাত্রার আয়োজন করেছে বিজেপি। বাংলাকে পাখির চোখ করে এবার ‘পরিবর্তন যাত্রা’র নামে সেই রথযাত্রা শুরু করতে চলেছে বঙ্গ বিজেপি। জানা গিয়েছে, খোদ অমিত শাহের নির্দেশে রাজ্যের ২৯৪ টি আসনেই এই রথযাত্রা সম্পন্ন হবে। ৫ ফেব্রুয়ারি এর সূচনা করবেন জেপি নাড্ডা। জানা গিয়েছে প্রায় এক মাস ধরে মোট পাঁচটি রথ বের করবে গেরুয়া শিবির। যা ২৯৪ বিধানসভা কেন্দ্র ছুঁয়ে আসবে। ১০ ফেব্রুয়ারি এই রথ যাত্রায় অংশ নিতে রাজ্যে পা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুন:ফের ‘বেসুরো’ প্রবীর: ব্যর্থতা স্বীকার করেও দায় চাপালেন সরকারের ঘাড়ে

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই বঙ্গ সফরে নেমে পড়েছেন কেন্দ্রীয় নেতারা। প্রতিমাসে একবার করে বাংলা ঘুরে যাচ্ছেন অমিত শাহ, জেপি নাড্ডা। গত ৯ জানুয়ারি বাংলা সফরে এসেছিলেন জেপি নাড্ডা। কাটোয়াতে কৃষক সুরক্ষা অভিযানের সূচনা করেন তিনি। আগামী ৩০ জানুয়ারি বাংলা সফরে আসবেন অমিত শাহ। এর পর ফের ১০ ফেব্রুয়ারি বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ নামক রথযাত্রা অভিযানে যোগ দিতে ফের বঙ্গ সফরে আসবেন শাহ।

Advt

spot_img

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...