Wednesday, November 5, 2025

আজ থেকে রাজ্যে ৩দিন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, একনজরে কর্মসূচি

Date:

দোরগোড়ায় বিধানসভা নির্বাচন (Assembly Election)। তার আগে গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে তিনদিনের সফরে আজই রাজ্যে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার ( Chief Election Commissioner) সুনীল অরোরা (Sunil Arora), সঙ্গে কমিশনের ফুল বেঞ্চ। সন্ধ্যায় তাঁরা শহরে পা রাখবেন। তার আগে দুপুরেই চলে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন (Sudip Jain)। রাতে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ও কলকতা পুলিশের নোডাল অফিসার জ্ঞানবন্ত সিংয়ের সঙ্গে বৈঠক করবেন।

আগামীকাল, অর্থাৎ ২১ জানুয়ারি কমিশনের ঠাসা কর্মসূচি। বৃহস্পতিবার প্রথমেই রাজ্যের রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে মিলিত হবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সকাল ১০টা থেকে মধ্য কলকাতার একটি হোটেলে রাজ্য থেকে নির্বাচনে অংশগ্রহণকারী ১০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে পৃথক পৃথকভাবে এই বৈঠক করবেন নির্বাচন কমিশনার। প্রতিটি প্রতিনিধি দলের জন্য ১০ মিনিট করে সময় ধার্য করা হয়েছে।

এরপর নির্বাচনের দায়িত্বে থাকা কেন্দ্র ও রাজ্যের প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। যেখানে জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত থাকবেন। এই বৈঠকগুলোতে মূলত রিভিউ মিটিং হবে। সেখান থেকেই আলোচনার মাধ্যমে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে কোন সময় নির্বাচন করলে উপযুক্ত হবে। বিভিন্ন বোর্ডের পরীক্ষার বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। আলোচনা হবে কোভিড পরিস্থিতি নিয়েও। সেক্ষেত্রে বুথ সংখ্যা বাড়ানো হতে পারে। সবচেয়ে বেশি জোর দেওয়া হবে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে। ক’দফায় ভোট হবে, তা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে।

এরপর ২২ জানুয়ারি, শুক্রবার সকাল ১০টা থেকে গ্র্যান্ড হোটেলে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন আধিকারিক সুনীল আরোরা। এবং দুপুর সাড়ে বারোটায় সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

এরপর তাঁরা দিল্লি উড়ে যাবেন। এবং সব দিকে বিচার বিবেচনা করে যে কোনও দিন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবেন।

আরও পড়ুন-সংসদ ক্যান্টিনের সব খাবারে ভরতুকি তুলে নিচ্ছে কেন্দ্র

Related articles

SIR-NRC আতঙ্কে আত্মহত্যা ভাঙড়ে, পরিবারের পাশে শওকত মোল্লা

ফের এসআইআর-এনআরসি(SIR-NRC) আতঙ্কে আত্মহত্যা। ভাঙড়ে(Bhangar) মৃতের সফিকুল গাজি(Safikul gazi)। বুধবার সকালে বাড়ি থেকে পাওয়া গিয়েছে তাঁর মৃতদেহ। কান্নায়...

কেন্টাকির লুইসভিলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা!

টেক অফের সময় বিপত্তি, ইউপিএস কার্গো বিমানে (UPS Cargo Flight) হঠাৎ বিস্ফোরণ! মুহূর্তের মধ্যে পুড়ে ছাই ম্যাকডোনেল ডগলাস...

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত...

হরমনপ্রীতের নয়া কীর্তি: ‘বাহুবলী কন্যার’ বাহুতে বিশ্বকাপ

দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur )হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি(ICC World Cup)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী ফ্রেমে...
Exit mobile version