অভিনেত্রী দেবলীনা দত্ত এবং পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে FIR করলেন বিজেপি কর্মী তথা আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি৷ গত ১৯ জানুয়ারি বাগুইহাটি থানায় এই FIR করা হয়েছে৷

প্রসঙ্গত, একটি চ্যানেলের চ্যাট শোতে গরুর মাংস (Beef) খাওয়া এবং রান্না করা বিষয়ে নিজেদের মতামত জানিয়েছিলেন দেবলীনা(Debolina) এবং অনিন্দ্য (Anindya)৷ সেই মতামত ‘বেআইনি’ চিহ্নিত করেই এই FIR করা হয়েছে৷

বিজেপি-কর্মী তরুণজ্যোতি তেওয়ারির (Tarunjyoti) FIR-এ বলা হয়েছে, “আমি কলকাতা হাইকোর্টের আইনজীবী৷ আমি একজন শান্তিপ্রিয় হিন্দু নাগরিক৷ দেবী দুর্গার উপাসক। গরুকে পুজো করি। গরুকে যে কাটবে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সংবিধানের ৪৮ ধারায় বলা আছে। এই ধারা মেনে উত্তর প্রদেশ, গুজরাটে গরু খাওয়া বন্ধ হলেও পশ্চিমবঙ্গে হয়নি।” তিনি লিখেছেন, “চিত্র পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় নবমীর দিন গরু খাওয়া এবং দেবলীনা দত্ত জনসমক্ষে নবমীর দিন গরুর মাংস রান্না করার বিষয়ে যা বলেছেন, তা আইনত অপরাধ। কলকাতা পুলিশের উদ্দেশ্যে তাঁর বক্তব্য, “দেখা যাক পশ্চিমবঙ্গের পুলিশ পদক্ষেপ নেয় কিনা। আইনের ছাত্র হিসেবে আইনি পথে প্রতিবাদ করতে ভালবাসি। সবাইকে অনুরোধ করব শালীনতার মাত্রা রেখে আইনি পথে পদক্ষেপ নেওয়ার৷ পুলিশ পদক্ষেপ না করলে বুঝে নিতে হবে পুলিশও দুর্গাপুজোয় গরুর মাংস খাওয়া প্রমোট করে।” তিনি বলেছেন, “বুদ্ধিজীবী হওয়া মানে হিন্দু ধর্মকে আক্রমণ করার লাইসেন্স পাওয়া নয়। এটা বুঝিয়ে দেওয়ার সময় এসেছে।”

ওদিকে, দেবলীনা দত্তের স্বামী অভিনেতা তথাগত (Tathagata) মুখোপাধ্যায় বলেছেন, “বাগুইহাটি থানায় তরুণজ্যোতির FIR গৃহীত হয়নি৷ তবে কোর্টেই ওনার সঙ্গে দেখা হবে। বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বিষয়টা দেখছেন”। পাশাপাশি তথাগতের মন্তব্য, “বিজেপি রাজ্যে এলে ৬ থেকে ৬০ কোনও মহিলারই নিরাপত্তা কিছুই যে থাকবে না, তা স্পষ্ট হচ্ছে।”


আরও পড়ুন:কৃষকদের ট্রাক্টর মিছিল রুখতে কেন্দ্রের আবেদনে সাড়া দিল না শীর্ষ আদালত

