গুজরাটের ‘ড্রাগন ফল’ বিজেপির দৌলতে ‘কমলম’! সোশ্যাল মিডিয়ায় ঝড়

বিজেপির নাম পরিবর্তনের হিড়িক থেকে রেহাই পেল না নিরীহ ফল-ফুলও। এতদিন দেখা গিয়েছে ইসলামগন্ধী জায়গার নাম বদলে হিন্দুত্বের ছোঁয়া রেখে নতুন নামকরণ। যোগীরাজ্য উত্তরপ্রদেশেই এই ঘটনা ঘটেছে বারবার। আর এবার উত্তরপ্রদেশকে টেক্কা দিল আরেক বিজেপি শাসিত রাজ্য গুজরাট (gujrat)। রাজ্যের অতি পরিচিত ড্রাগন ফলের (dragon fruit) নাম বদলে বিজয় রুপানি সরকার তার নাম দিয়েছে ‘কমলম’ (kamalam)। সংস্কৃতে কমলম-এর অর্থ পদ্ম, যা কিনা বিজেপির নির্বাচনী প্রতীক। নাম পরিবর্তনের পক্ষে হাস্যকর যুক্তি দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। বলেছেন, ড্রাগন ফল দেখতে তো পদ্মেরই মত, তাহলে তার ওরকম নাম থাকার কোনও মানেই হয় না। ফুলের নাম ড্রাগন হবে কেন? আর ড্রাগন শব্দের মধ্যে যে বড় বেশি চিন-চিন গন্ধ! ড্রাহন বললেই তো চিনের কথা মনে পড়ে। তাই বদলে ‘কমলম’। অর্থাৎ একদিকে চিনের সঙ্গে গুলিয়ে ফেলার সম্ভাবনাও দূর হল, আবার কৌশলে পদ্মের নাম বসিয়ে রাজ্যের জনপ্রিয় ফলটিকে অন্যভাবে পরিচিত করানোও গেল। ঘটনাচক্রে, বিজেপির গুজরাট রাজ্য দফতরের নামও ‘কমলম’। মুখ্যমন্ত্রী রুপানি এই প্রসঙ্গে বলেন, ড্রাগন ফলের নামবদলে কেউ যেন রাজনৈতিক অর্থ না খোঁজেন।

 

আরও পড়ুন:কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি বাতিলের আবেদন নাকচ করল সুপ্রিম কোর্ট

যদিও তাতে সমালোচনা আর থামছে কই? বুধবার এই খবর সামনে আসতেই রীতিমতো ট্রোলিং শুরু যায় সোশ্যাল মিডিয়ায়। একের পর এক হাস্যরসের টুইটে সরগরম নেটদুনিয়া। যেমন একজন টুইটে লিখেছেন, ভারত এক নতুন ফল আবিষ্কার করেছে, তাকে পদ্মের মতো দেখতে হওয়ায় নাম দেওয়া হয়েছে ‘কমলম’! এটি সত্যিই একটি মাস্টারস্ট্রোক। অন্যজনের কথায়, কমলম দেখতে ঠিক করোনাভাইরাসের মতো। আসুন একে আমরা বলি ভাইরাস বল। বিরোধী দলগুলির বক্তব্য, এবার নাম পরিবর্তনের প্রতিযোগিতায় উত্তরপ্রদেশকে ছাড়িয়ে যেতে চাইছে গুজরাট। কংগ্রেস নেতা শশী থারুর বলেন, সবচেয়ে ভাল হয় যদি বিজেপি সরকার জাতীয় নামকরণ কাউন্সিল তৈরি করে। এনসিপির বক্তব্য, সেই দিন আর বেশি দূরে নেই যখন হিন্দুস্তানের নাম বদলে করা হবে কমলাস্তান। সাম্প্রতিক সময়ে বিজেপি শিবিরের কোপে পড়া টলিউড অভিনেত্রী সায়নী ঘোষও এদিন টুইটারে একটি কার্টুন মিম শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে একটি পদ্ম ফুল একটি ড্রাগন ফলকে মালা হাতে স্বাগত জানাচ্ছে। সেই ড্রাগন ফলটি তখন হাত জোড় করে বলছে, এতদিন আমি নিঃস্বার্থভাবে আপনার সেবা করতে পারিনি। সব মিলিয়ে ড্রাগন ফলের কমলম হওয়া নিয়ে দিনভর বিজেপি বিরোধী কটাক্ষে তোলপাড় নেট দুনিয়া।

Advt

Previous articleকৃষকদের নিয়ে ফের বিতর্কিত মন্তব্য কর্ণাটকের কৃষিমন্ত্রীর
Next articleচেন্নাইয়ানের বিরুদ্ধে জয় চাইছেন হাবাস