Monday, August 25, 2025

দুয়ারে ভোট। বাংলার বিধানসভা নির্বাচন কেন্দ্রের শাসক দল বিজেপির কাছে মর্যাদার লড়াই। তাই বাংলার মনীষীদের শ্রদ্ধা জানাতে কেন্দ্র সরকারের বিশেষ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর (netaji subhashchandra bose) জন্মদিনকে পরাক্রম দিবস হিসাবে ঘোষণা এবং অন্যদিকে তাঁর নামে ট্রেনের নামকরণ; সবই এই সক্রিয়তার অংশ। নেতাজির ১২৫-তম জন্মজয়ন্তীর আগে ভারতীয় রেলের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে ঐতিহ্যবাহী হাওড়া-কালকা মেলের নাম বদলে করা হল ‘নেতাজি এক্সপ্রেস’ (netaji express)।

রেলবোর্ডের তরফে রেলের সমস্ত বিভাগের জেনারেল ম্যানেজারদের এই ঘোষণার কথা জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, গত ১৪ জানুয়ারি, হাওড়া-কালকা মেলের নাম বদলের প্রস্তাব আসে রেলমন্ত্রকের কাছে। সেই প্রস্তাব মেনেই হাওড়া-কালকা মেলের নাম বদলে ‘নেতাজি এক্সপ্রেস’ করার সিদ্ধান্ত নেওয়া হল। এদিকে, নেতাজির জন্মদিবস ‘পরাক্রম দিবস’ হিসাবে পালিত হবে বলে ঘোষণা করেছে মোদি সরকার। কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ সিং পটেল বলেন, সরকার ২৩ জানুয়ারি দিনটি পরাক্রম দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ‘দেশনায়ক দিবস’ হিসাবে দিনটি উদযাপিত হোক। আমরা এটা ‘দেশনায়ক দিবস’ হিসেবে পালন করব। পরাক্রমের তো অনেক মানে হয়। ২৩-শে জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণার দাবিতে ফের সুর চড়ান মুখ্যমন্ত্রী। বলেন, বারবার বলছি, ২৩ জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণা করতে হবে। সেটা আগে করে দেখাক কেন্দ্র।

এদিকে আবার ফরওয়ার্ড ব্লকের বক্তব্য, নেতাজির জন্মদিন পালিত হোক ‘দেশপ্রেম দিবস’ হিসাবে। বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী বলেন, আমাদের দাবি ‘দেশপ্রেম দিবস’। কেন্দ্র মানুষের আবেগকে মর্যাদা দেয়নি। বিজেপি ও তৃণমূল দুটো দলই নেতাজিকে নিয়ে রাজনীতি করছে। সব মিলিয়ে তিন পক্ষের মতানৈক্যের জেরে এবারের ২৩ জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী একাধারে ‘দেশনায়ক দিবস’, ‘দেশপ্রেম দিবস’ ও ‘পরাক্রম দিবস’ হিসাবে উদযাপিত হতে চলেছে।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version