Wednesday, August 27, 2025

কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি বাতিলের আবেদন নাকচ করল সুপ্রিম কোর্ট

Date:

আইন আপনারা করেছেন। কীভাবে সামলাবেন আপনারাই বুঝুন। কৃষকদের ট্রাক্টর র‍্যালি  (tractor rally)স্থগিত করার দাবিকে এককথায় নাকচ করে দিল দেশের শীর্ষ আদালত (supreme court)। বুধবার কেন্দ্রের আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। কৃষি আইনের বিরোধিতায় ২৬ জানুয়ারি দিল্লির রাজপথে প্রস্তাবিত ট্র্যাক্টর র‍্যালি নিয়ে কেন্দ্রকে (central government)আবেদন প্রত্যাহারের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।

প্রজাতন্ত্র দিবসে (republic day) রাজধানীর রাজপথে কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি নিয়ে রুখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র। এদিন প্রধান বিচারপতি (chief justice) এসএ বোবদে, বিচারপতি এএস বোপান্না ও ভি রামাসুব্রহ্মণিয়মের বেঞ্চ জানিয়ে দেয়, ‘আমরা কোনওপক্ষে কোনও নির্দেশিকা দেব না। বিষয়টা নিয়ে পুলিশ সিদ্ধান্ত নেবে। আর কর্তৃত্বের সঙ্গে দায়দায়িত্বও আপনাদের, কোর্ট আইন পাশ করেনি।’

এদিকে বুধবারই কেন্দ্রীয় সরকারের সঙ্গে দশম দফার (10th round meeting) বৈঠকে যোগ দিতে আন্দোলনরত কৃষকদের (central-farmers talk) প্রতিনিধি দল পৌঁছেছে বিজ্ঞানভবনে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রজাতন্ত্র দিবসের দিন কৃষক বিক্ষোভ অথবা প্রস্তাবিত ট্র্যাক্টর র‍্যালি নিয়ে কেন্দ্রের আবেদনের প্রেক্ষিতে কোনও নির্দেশ জারি করা হবে না। বুধবার কেন্দ্রের আবেদনের প্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, ‘কর্তৃত্বের সঙ্গে দায়দায়িত্বও আপনাদের। সুপ্রিম কোর্ট তো আর আইন পাশ করেনি।’ প্রধান বিচারপতি এসএ বোবদে জানান, এনিয়ে সিদ্ধান্ত নেবে পুলিশ। পাশাপাশি তাদের নিযুক্ত কমিটিকে নিয়ে চলা নেতিবাচক আলোচনাতেও ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত ভিডিও কনফারেন্সিংয়ের শুনানিতে মনে করিয়ে দিয়েছে, কমিটির কোনও সদস্যের হাতে কিন্তু কোনও ক্ষমতা হস্তান্তর করা হয়নি। তাদেরকে নিয়োগ করা হয়েছিল কৃষকদের সঙ্গে আলোচনা করে তাঁদের বক্তব্য আদালতের সামনে পেশ করতে। এখানে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন কোথা থেকে ওঠে। গোটা ঘটনাক্রমে আখেরে সুপ্রিম কোর্টের গরিমাই ক্ষুণ্ণ হচ্ছে বলেই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।

আরও পড়ুন-চাপের মুখে ক্ষমা: দৃশ্য পরিবর্তনের সিদ্ধান্ত নিল তাণ্ডব

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version