Friday, August 22, 2025

টিম তাণ্ডবের উপর ক্রমেই বিজেপি (BJP)-র চাপ জোরালো হচ্ছিল। সেই চাপের মুখে পড়ে বাধ্য হয়ে টিম তাণ্ডব (Tandav) তাদের ছবির কনটেইন্ট ( Content of picture) বদলের সিদ্ধান্ত নিল। এক বিবৃতিতে তাণ্ডবের তরফে জানানো হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির কথা চিন্তা করে ছবির দৃশ্যে পরিবর্তন আনা হয়েছে। ওয়েব সিরিজ (Web series)-র মাধ্যমে কাউকে যদি অনিচ্ছাকৃতভাবে আঘাত করা হয়, তার জন্য টিম তাণ্ডব দুঃখ প্রকাশ করেছেন।

বিবৃতিতে টিম তাণ্ডবের তরফে জানানো হয়েছে, “দেশের মানুষের প্রতি আমাদের পূর্ণ সম্মান ও শ্রদ্ধা আছে। আমরা কোনও জাতি, ধর্ম, বর্ণের ভাবাবেগকে আঘাত করতে চাইছি না। এমনকী কোনও রাজনৈতিক দল, প্রতিষ্ঠান, জীবিত বা মৃত ব্যক্তিকে আঘাত করার অভিপ্রায় আমাদের ছিল না”।

গত ১৫ জানুয়ারি আমাজন প্রাইম (Amazon Prime)-এ রিলিজ করেছে ওয়েব সিরিজ তাণ্ডব । এই ওয়েব সিরিজটি মুক্তি (Release) পাওয়ার পর থেকেই একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছে। ভগবান শিব ও রামের মানহানি করা হয়েছে বলে নেটিজেনরা অভিযোগ জানাতে শুরু করেছেন। ওয়েব সিরিজের একাধিক দৃশ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন:সমর-সজ্জায় বেশ পিছিয়ে বিজেপি: কণাদ দাশগুপ্তর কলম

তাণ্ডব নামের ওয়েব সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান (Saif Ali Khan)। বিজেপি (BJP)-র থেকে দাবি করা হয়েছে, সইফকে ক্ষমা চাইতে হবে। মহারাষ্ট্রের ঘাটপোকার (Ghotpokar)-র বিধায়ক রাম কদম (Ram Kadam) সইফকে ক্ষমা চাওয়ার জন্য দাবি করেছেন। একাধিক বিজেপি নেতা এই ওয়েব সিরিজটি ব্যান (Ban) করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী (Central Minister) প্রকাশ জাভড়েকর (Prakash Javadekar) -এর কাছে আবেদন করেছেন। এই বিতর্কের মধ্যে সইফের নিরাপত্তার কথা চিন্তা করে তাঁর বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version