পূবালী হাওয়ায় থমকে গেল শীতের দাপট, গরম বাড়ছে মহানগরে

শীত গিয়েছে চুরি। দক্ষিণ-পূর্ব পূবালী হাওয়ার দাপটে থমকে গিয়েছে শীত । অন্তত এমনটাই দাবি আলিপুর আবহাওয়া দফতরের। তার ফলে তাপমাত্রা একধাক্কায় বেড়ে গিয়েছে  প্রায় ৪ থেকে ৫ ডিগ্রি।

বুধবার ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা ছিল মহানগর। বেলা বাড়তেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেড়েছে।  রীতিমতো ঘামতে শুরু করেছেন শহরবাসী। জানা গিয়েছে অগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা  আরও বাড়বে দক্ষিণবঙ্গে। তবে ফের ঠান্ডা পড়বে  শুক্রবার থেকে । আবারও শীত পড়ার পূর্বাভাস। শুক্র ও শনিবার জমিয়ে শীতের পর রবিবারও থাকবে শীতের আমেজ। তবে পরের সপ্তাহের শুরু থেকেই ধীরে ধীরে ফের পারদ ঊর্ধ্বমুখী  হবে। যদিও এবার শীতের পাততাড়ি গোটানোর সময় বোধহয় এসেই গিয়েছে। পরের সপ্তাহ থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ।
বুধবার কুয়াশার জেরে কলকাতার বিভিন্ন জায়গায় যানবাহন ধীরগতিতে চলছে। বিমান চলাচলের উপরও সাময়িক প্রভাব পড়েছে। কুয়াশার কারণে দেরিতে চলছে তেরোটি দূরপাল্লার ট্রেন। কলকাতা থেকে শিলচরগামী এয়ার ইন্ডিয়ার বিমান দেরিতে উড়েছে বলে বিমানবন্দর সূত্রে খবর।

Advt