পুত্র বিজেপিতে যাচ্ছে মেনে ‘মাস্টারমশাই’ বললেন, “আমি যোগাযোগ করিনি”

ছেলে তুষার ভট্টাচার্য (Tusar Bhattacharya) বিজেপি যাওয়ার কথা মেনে নিয়েও নিজে যোগাযোগ করার কথা অস্বীকার করলেন তৃণমূল (Tmc) বিধায়ক সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য (Rabindranath Ghosh)। তিনি বলেন, “যোগদান করার বিষয়ে প্রকাশ্যে কোনদিন কারোর কাছে মত প্রকাশ করিনি। আমার ছেলে যদি বলে থাকে, সেটা তাঁর ব্যক্তিগত অভিমত। কারণ ছেলে স্বাধীন হয়েছে, সে তার নিজের মত অনুযায়ী চলতে পারে। আমি এখনও পর্যন্ত ফোনে বা সাক্ষাতে যোগাযোগ করিনি”।

ইঙ্গিতটা বুধবার দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। বৃহস্পতিবার সেটাই নিশ্চিত করেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তবে, বিধায়কপুত্র তুষার বিজেপিতেই যাচ্ছেন। তিনি বাবাকেও এবিষয়ে বললেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন:শাহি-সফরের সূচি ঘোষণা, ইসকন মন্দিরে যাবেন, থাকতে পারেন বিজেপির রথযাত্রাতেও

এদিকে, ভাঙন অব্যাহত শাসকদলের। এবার ভাঙন হুগলির কোন্নগরে। কলকাতায় বিজেপির রাজ্য কার্যালয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) হাত ধরে গেরুয়া শিবিরে দলে যোগ দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রবীণ নেতা অশোক মুখোপাধ্যায় (Ashok Mukharjee)। তাঁকে দলে স্বাগত জানিয়ে শ্রীরামপুরের বিজেপির সাংগঠনিক সভাপতি শ্যামল বসু বলেন, তৃণমূল দলে যারা যোগ্য তাঁদের এখন সম্মান নেই। তবে, এবার কোন্নগরে ভাঙন শুরু চিন্তা বাড়ল শাসক শিবিরে।

Advt

Previous articleশাহি-সফরের সূচি ঘোষণা, ইসকন মন্দিরে যাবেন, থাকতে পারেন বিজেপির রথযাত্রাতেও
Next articleলিলি চক্রবর্তীর অবস্থার অবনতি,শরীরে অক্সিজেন কমছে, হাসপাতালে স্থানান্তরিত