করোনা (Corona) আক্রান্ত অভিনেত্রী লিলি চক্রবর্তীর (Lily Chakraborty) শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শরীরে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যাওয়ায় বর্ষীয়ান এই অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। জানা গিয়েছে, আপাতত ৭৯ বছরের লিলি চক্রবর্তীর শারীরিক অবস্থা স্থিতিশীল৷


আরও পড়ুন:পুত্র বিজেপিতে যাচ্ছে মেনে ‘মাস্টারমশাই’ বললেন, “আমি যোগাযোগ করিনি”

গত শনিবার সকালে জ্বর হয় তাঁর। এর পরই করোনা (COVID-19) পরীক্ষা হয়। পরীক্ষার ফল আসে পজিটিভ। হঠাৎ বুধবার অসুস্থ বোধ করেন তিনি। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ভীষণভাবে কমে যায়। ঝুঁকি না নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সল্টলেকের এক হাসপাতালে৷ সেখানেই ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। শুক্রবার আরও কিছু পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।







