গোটা পৃথিবীতে সাড়া ফেলে দেওয়া করোনা ভ্যাকসিন(Corona vaccine) প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউটে(Serum institute) বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুনেতে অবস্থিত এই ইনস্টিটিউটের দপ্তরে। ইনস্টিটিউটের এক নতুন বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় লাগে আগুন। তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের জেরে করোনা ভ্যাকসিনে কোনওরকম ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে অনুমান করা যায় অগ্নিকাণ্ড ব্যাপক আকার নিয়েছে। আগুন নেভাতে ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে দমকল বিভাগ(fire brigade)।

দমকল বিভাগের এক আধিকারিকের কাছ থেকে জানা গিয়েছে ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে তাদের কাছে কোনো রকম তথ্য নেই, আগুন নেভাতে ইতিমধ্যেই দশটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। দমকল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অগ্নিকাণ্ডের কারণে বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় বেশ কয়েকজন কর্মচারী আটকা পড়ে যান। তাদেরকে সুরক্ষিতভাবে বের করে আনার চেষ্টা চলছে। শুধু দমকল নয়, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন প্রশাসনের একাধিক আধিকারিক।
Maharashtra: Fire breaks out at Terminal 1 gate of Serum Institute of India in Pune. More details awaited. pic.twitter.com/RnjnNj37ta
— ANI (@ANI) January 21, 2021
আরও পড়ুন:কলকাতায় নেতাজির জন্মজয়ন্তীতে মোদির অনুষ্ঠানে কি যোগ দেবেন মুখ্যমন্ত্রী? জোর জল্পনা

প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, সিরাম ইনস্টিটিউটের যে বিল্ডিংয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে ভ্যাকসিন প্রস্তুত সংক্রান্ত কোনওরকম কাজ হচ্ছে না। সিরাম ইনস্টিটিউটের কর্মীদের তরফে জানা গিয়েছে, বিল্ডিংটিতে কোনও কোভিশিল্ড ভ্যাকসিন নেই। উল্লেখ্য পুনের এই এলাকাতে সিরাম ইনস্টিটিউটের একাধিক বিল্ডিং রয়েছে এবং সেখানে আলাদা আলাদা একাধিক অসুখ সংক্রান্ত ভ্যাকসিন নিয়ে কাজ চলে।

