ইংল‍্যান্ড টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন জাদেজা

ইংল‍্যান্ড টেস্ট ( englan test) সিরিজ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা ( ravindra jadeja) । বৃহস্পতিবার এমনটাই জানানো হল বিসিসিআই( bcci) তরফ থেকে। জাদেজার চোট ঠিক হতে আরও কয়েক সপ্তাহ লাগবে বলে জানানো হয়। ফেব্রুয়ারি থেকে দেশের মাটিতে শুরু হচ্ছে ভারত-ইংল‍্যান্ড সিরিজ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি( Sydney ) টেস্টে বুড়ো আঙ্গুলে চোট পান জাদেজা। অস্ত্রোপচারও হয়। এরপর অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে যান তিনি। ইংল‍্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টেও দলে রাখা হয়নি জাড্ডুকে। মনে করা হচ্ছিল প্রথম দুই টেস্টের পর মাঠে নামতে পারবেন তিনি। কিন্তু এখন যানা যে গোটা টেস্ট সিরিজেইপাওয়া যাবে না জাদেজা কে। তবে একদিনের সিরিজে পাওয়া যাবে কি না তা পরে জানানো হবে জানান বিসিসিআই এক কর্তা।

জাদেজার চোট নিয়ে এক বিসিসিআই কর্তা জানান, জাদেজার চোট সেরে উঠতে আরও ছয় সপ্তাহ লাগবে। তবে সীমিত ওভারের জাদেজাকে খেলানো হবে কি না, তা চোটের পরীক্ষার পর জানানো হবে।

আরও পড়ুন:‘দুয়ার সরকারে’র ধাঁচে জনসংযোগে এবার ‘দুয়ারে তৃণমূল’

Advt

Previous articleশুভেন্দুর সভার পরে চন্দননগরে মাঠ শুদ্ধিকরণ তৃণমূলের
Next articleগোহত্যা বিরোধী আইন সংবিধানগত ভাবে বৈধ, জানালো হাইকোর্ট