Tuesday, November 4, 2025

কলকাতায় নেতাজির জন্মজয়ন্তীতে মোদির অনুষ্ঠানে কি যোগ দেবেন মুখ্যমন্ত্রী? জোর জল্পনা

Date:

নেতাজি সুভাষচন্দ্র বসুর ( Netaji Subhas Chandra Bose) ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার কলকাতায় দুটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিবসে জাতীয় ছুটি হিসেবে ঘোষণার দাবি ইতিমধ্যেই জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay)। যদিও সেই দাবি এখনও কেন্দ্রের কাছে গ্রাহ্য হয়নি। তবে ইতিমধ্যে কেন্দ্র নেতাজির জন্মদিন ‘পরাক্রম দিবস’ (Porakrom Dibos) হিসেবে ঘোষণা করেছে। এনিয়ে নবান্নের সঙ্গে মতপার্থক্য স্পষ্ট হয়েছে। কারণ, নবান্ন দাবি জানিয়েছিল, নেতাজিকে শ্রদ্ধা জানাতে ২৩ জানুয়ারি ‘দেশনায়ক দিবস’ (Deshnayak Dibos) হিসেবে ঘোষণা করা হোক। এছাড়া বামেরাও নেতাজির জন্মদিনকে ‘দেশপ্রেম দিবস’ (Desoprem Dibos) হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে।

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কলকাতায় যে দুটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তার ভিতর একটি অনুষ্ঠান আয়োজিত হবে জাতীয় গ্রন্থাগারে। আর একটি অনুষ্ঠান আয়োজিত হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। জাতীয় গ্রন্থাগারের অনুষ্ঠানের আয়োজক কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। প্রসঙ্গত, ভিক্টোরিয়া মেমোরিয়ালের (Victoria Memorial) প্রশাসনিক নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের দায়িত্বে।

আরও পড়ুন:মৃত্যুর ১১ দিন পর কবর থেকে চিৎকার ভেসে আসায় আতঙ্ক

নেতাজির জন্মদিবসে মোদি কলকাতায় যে দুটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একটিতেও যোগ দেবেন কি না তা নিয়ে জল্পনা চলছে। এ ব্যাপারে নবান্ন থেকে নিশ্চিতভাবে এখনও কিছুই জানানো হয়নি। প্রসঙ্গত, মোদি ও মমতার শেষবার মোলাকাত হয়েছে বিধ্বংসী আমফানে (Amphan) বাংলার ক্ষয়ক্ষতির পর। মমতা ও মোদি সেইসময় হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন। এরপর ফের কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা তৃণমূলত্যাগী শুভেন্দু অধিকারীর। এছাড়া হাজির থাকবে রাজ্য বিজেপি নেতৃত্ব।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version