Tuesday, November 4, 2025

নারায়ণী সেনা নিয়ে কেন্দ্রের কোনও পরিকল্পনা নেই, নিশীথের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ পার্থর

Date:

নারায়ণী সেনা রেজিমেন্ট নিয়ে কোনো পরিকল্পনা নেই বিজেপির কেন্দ্রীয় সরকারের, এই অভিযোগ তুলে কোচবিহারে প্রচারে নেমেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়।

অসমের ধুবুড়ি জেলার আইন কলেজের এক অধ্যাপকের আরটিআই সংক্রান্ত তথ্য হাতে নিয়েই প্রচারে ঝড় তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের দাবি অসমের এই অধ্যাপক আরটিআই করে কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছিলেন নারায়ণী সেনা রেজিমেন্ট ঘিরে কোনো পরিকল্পনা রয়েছে কি না। এর উত্তরে ওই অধ্যাপককে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে, নারায়ণী সেনা কে কেন্দ্র করে কোনো তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে নেই।

আগামীতে এই নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কি না এমন কোনো পরিকল্পনা এখনও নেই। কোচবিহারে আজ এ কথা জানিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিয়োগ করেন, বিজেপি ভাওতাবাজি করছে এবং কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে রাজবংশী মানুষের মন পেতে নারায়ণী সেনা রেজিমেন্ট এর কথা বারংবার প্রচার করেছে।

আর টি আই এর এই তথ্যকে হাতিয়ার করেই তৃণমূল কংগ্রেস নিচুতলায় প্রচারে নামতে চলেছে কোচবিহার জেলায়। যদিও কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক দাবি করেছেন, রাজ্য সরকার ও রাজ্যের শাসক দল মিলে রাজবংশী মানুষকে বিভ্রান্ত করতেই এই ধরনের প্রচার করছে। তবে এতে কোনো লাভ হবে না রাজবংশী মানুষ বিজেপির সাথেই আছেন। গত লোকসভা নির্বাচনে নারায়ণী সেনা রেজিমেন্ট গঠন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কোচবিহার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে জয়ী হয় বিজেপি। এবারে পাল্টা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের হাতিয়ার এই আরটিআই এর তথ্য।

আরও পড়ুন- দেশে ফিরেই বাবাকে শ্রদ্ধা সিরাজের, রাজকীয় অভ‍্যর্থনা রাহানেকে

Related articles

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...

ছিটমহলে এসআইআর নিয়ে জট! ফর্ম ফেরালেন পোয়াতুর কুঠির বাসিন্দারা

রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। মঙ্গলবার সকাল থেকে বাড়ি বাড়ি ফর্ম নিয়ে হাজির...

কমিশনের ‘ঐতিহাসিক’ SIR! আধার কার্ড বাতিলে যোগ্যতা নিয়েই প্রশ্ন তুললেন মমতা

ঘটা করে দেশের মানুষের জন্য আধার কার্ড ব্যবস্থা তৈরি করা হয়েছিল। যে কার্ডকে ইউনিক পরিচিতির নম্বর হিসাবে তুলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে বেধড়ক মার! বেঙ্গালুরুতে পুলিশি হেফাজতে মারধরের অভিযোগ শ্রমিক দম্পতির

বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক বাংলার এক দম্পতির উপর নৃশংস নির্যাতনের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। সুন্দরী বিবি এবং তাঁর স্বামীকে...
Exit mobile version