Monday, May 5, 2025

বাইক দুর্ঘটনায় মৃত্যু সংবাদকর্মীর, আশঙ্কাজনক আরেক জনপ্রিয় সাংবাদিক

Date:

ফের শহরের মর্মান্তিক দুর্ঘটনা। এবার বাইক দুর্ঘটনায় (Byke Accident) মৃত্যু হল এক সাংবাদিকের (Journalist)। অন্যজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনা ভোররাতের। দক্ষিণ কলকাতার (South Kolkata) লর্ডস মোড়ে (Lords More) ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাংবাদিক সোহম মল্লিকের (Sohoj Mallick)। গুরুতর জঘম অবস্থায় আইসিইউ-তে ভর্তি আহত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ (Matulog Ranjan Ghosh)। দু’জনেই কলকাতার সাংবাদিক মহলে বেশ জনপ্রিয় ও পরিচিত মুখ।

পুলিশ সূত্রে খবর, ভোররাত সাড়ে ৩টে নাগাদ বাইক নিয়ে ফিরছিলেন ওই দুই সাংবাদিক। রাস্তায় তখন ঘন কুয়াশা। তখনই দুর্ঘটনাটি ঘটে। একটি গাছে সজোরে ধাক্কা মারে তাঁদের বাইকটি। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তাঁরা।

স্থানীয় কিছু মানুষের নজরে আসতেই তাঁরা ওই দুই সাংবাদিককে তুলে হাসপাতালে নিয়ে যায়। সেখানে সোহমকে মৃত বলে ঘোষণা করা হয়, এবং ময়ূখকে SSKM-এর সিসিইউতে রাখা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে ময়ূখ রঞ্জনকে মল্লিকবাজারের নিউরো সায়েন্সে নিয়ে যাওয়া হয়। মাথায় গুরুতর চোট পেয়েছেন তিনি। তাঁর একটা চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।

পরিবার সূত্রে খবর, গতকাল বৃহস্পতিবার রাতে ময়ূখের বাড়িতে যায় সোহম। রাতে সেখানেই থাকার কথা ছিল। এরপর রাত সাড়ে ১১টা নাগাদ ইমন কল্যাণ লাহিড়ি নামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বাড়িতে যান ময়ূখ আর সোহম। ফেরার পথে রাত সাড়ে তিনটে নাগাদ লর্ডসের মোড়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে।

আরও পড়ুন:GTA চেয়ারম্যান অনীত থাপা নেপালের নাগরিক! প্রকাশিত খবর ঘিরে জোর জল্পনা

লেক থানার পুলিশ জানিয়েছেন, ময়ূখের বয়ান অনুযায়ী, তাঁদের বাইকটা স্কিড করে একটা গাছে ধাক্কা মারে। তারপর আর কিছু মনে নেই তাঁর। বাইকটি সোহম চালাচ্ছিলেন। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছ লেক থানার পুলিশ।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version