শুক্রবার আইএসএলে( isl) মুম্বই সিটি এফসির( mumbai city fc) কাছে গোলে হারল এসসি ইস্টবেঙ্গল ( sc east bengal। ম্যাচের ফলাফল ১-০। এই হারের ফলে টানা সাত ম্যাচের অপরাজিত থাকার দৌড় শেষ করল রবি ফাউলারের দল।

শুক্রবার লিগ টেবিলের শীর্ষে থাকা মুম্বই সিটির বিরুদ্ধে প্রথম একাদশে ব্রাইটকে ছাড়াই দল সাজান লাল-হলুদ কোচ রবি ফাউলার। মুম্বইয়ের বিরুদ্ধে মাঘোমা, পিলকিংন্টনকে সামনে রেখে আক্রমণ সাজান তিনি। ম্যাচে এদিন লাল-হলুদ ব্রিগেড মুম্বইয়ের বিরুদ্ধে আক্রমণে গেলেও পাল্টা আক্রমণ চালায় হুগু বুমোস, লে ফন্দ্রেরেরা। ম্যাচের ২৭ মিনিটে মুম্বই সিটি এফসিকে গোল করে এগিয়ে দেন মুর্তাদা ফল।


ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও পরিনত দেখায় ইস্টবেঙ্গলকে। দ্বিতীয়ার্ধে স্টেইনম্যানকে বসিয়ে ব্রাইটকে নামান ফাউলার। ব্রাইট আসার পর আক্রমনে গেলেও গোলের দরজা খুলতে ব্যর্থ হয় লাল-হলুদ ব্রিগেড। এই হারের ফলে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দশম স্থানে ইস্টবেঙ্গল। ১২ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে রইল মুম্বই সিটি এফসি।

আরও পড়ুন:সফল অ্যাঞ্জিয়োপ্লাস্টি, সুস্থ আছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

