নেতাজির জন্মজয়ন্তীতে রাজ্যে আসার আগে বাংলায় টুইট প্রধানমন্ত্রীর

আর কয়েক ঘন্টা পরেই নেতাজির (Netaji Subhas Chandra Bose) ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন করতে রাজ্যে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী-র দিনটি পরাক্রম দিবস হিসেবে পালন করার কথা আগেই ঘোষণা করেছে কেন্দ্র। আগামী শনিবার কলকাতা থেকেই বর্ষব্যাপী উৎসব পালনের সূচনা করবেন তিনি। তার আগেই এদিন টুইট করে সে খবর জানালেন প্রধানমন্ত্রী। টুইটে তিনি বললেন, ‘‌পশ্চিম বঙ্গের প্রিয় ভাই ও বোনেরা, পরাক্রম দিবসের, এই শুভ দিনটিতে আপনাদের মধ্যে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কলকাতায় এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আমরা বীর-কেশরী সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্য জানাব।’‌

আরও পড়ুন- সবচেয়ে ভাল প্রস্তাবটাই দিয়েছে কেন্দ্র, বল এখন কৃষকদের কোর্টে : তোমর

Advt

Previous articleমুম্বইয়ের বিরুদ্ধে ০-১ গোলে হার ইস্টবেঙ্গলের
Next articleমন্ত্রিত্ব ছাড়তেই সৌগত-শতাব্দীর নিশানায় রাজীব