Monday, August 25, 2025

তৃণমূলের (tmc) নেতা থাকার সময় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে লাগাতার “গণহত্যার নায়ক” বিশেষণে আক্রমণ চালিয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। বিজেপিতে (bjp) যোগ দিয়ে ভোল বদলে সেই তিনিই এখন বুদ্ধবাবুকে বলছেন “সবচেয়ে সৎ নেতা”। শুভেন্দু অধিকারীর এই অবস্থান পরিবর্তন দেখে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাম ভোট পাওয়ার আশাতেই ১৮০ ডিগ্রি উল্টো কথা বলতে হচ্ছে তাঁকে। এবার দলবদলু শুভেন্দুর এই ভোল বদলকে তীব্র আক্রমণ করলেন মেদিনীপুরের জনপ্রিয় সিপিএম (cpm) নেতা ও বাম জমানার মন্ত্রী সুশান্ত ঘোষ (susanta ghosh)।

শুভেন্দু অধিকারীর কড়া সমালোচনা করে সিপিএম নেতা সুশান্ত ঘোষ বলেন, “যে লোকটা কয়েক মাস আগেও বাংলা থেকে লাল ঝান্ডা মুছে দেওয়ার জন্য রণহুঙ্কার দিয়েছিল, বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে লাল ঝান্ডা মুছে দিয়েছে বলে আত্মম্ভরিতার প্রচার করেছিল, সেই লোকটাই আজ লাল ঝান্ডার লোককে আহ্বান জানাচ্ছে! এর চেয়ে বড় তঞ্চকতা আর কিছুতেই হয় না৷ যারা ধান্দাবাজ, সুবিধেবাদী, পাল্টিবাজ, যাদের রাজনীতিতে কোনও আদর্শ নেই, তারাই এই ধরনের কথা বলতে পারে৷”

শুভেন্দু বিজেপির হয়ে বাম সমর্থকদের ভোট চাইলেও উদ্বিগ্ন নন সিপিএম নেতা সুশান্ত ঘোষ৷ তিনি বলেন, “লাল ঝান্ডাকে নিয়ে মিছিল করা লোক অন্য ঝান্ডাকে কখনও সমর্থন করে না৷ যারা প্রকৃত বামপন্থী এবং লাল ঝান্ডা নিয়ে মিছিল করে তারা অন্য কাউকে ভোট দেয় না৷ ২০১১ সালে বিরোধীশূন্য করার লক্ষ্যে ওই শুভেন্দু যে ঝান্ডার নেতা ছিলেন, যে ঝান্ডা ধরে করে-কম্মে খেলেন বলে লোকে বলে, এখন তৃণমূল চলে যাবে বলে তিনি এইসব বলছেন৷”

আরও পড়ুন:সংখ্যালঘু ভোট ভাগ করতেই কোটি কোটি টাকা খরচ করে পীরজাদাদের নামানো হচ্ছে, বললেন ত্বহা

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version