বিজেপিশাসিত রাজ্যে মদে নিষেধাজ্ঞা জারি করতে নাড্ডাকে আর্জি উমার

বিজেপিশাসিত (Bjp) রাজ্যগুলিতে মদ নিষিদ্ধ করা হোক। বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে (Jp Nadda) টুইট করে এই দাবি জানিয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী (Uma Bharti)।
মধ্যপ্রদেশে (Madhya Pradesh) বিষমদ পানের জেরে বিভিন্ন সময়ে মানুষের মৃত্যু হয়েছে। সেই প্রেক্ষিতে উমার এই টুইটটি নিয়ে চলছে বিতর্ক।

এদিকে উমার যুক্তি, বিহারে (Bihar) মদ বন্ধ করে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) মহিলা ভোটারদের মন জয় করেছেন। এছাড়া মধ্যপ্রদেশে মদের দোকানের সংখ্যা নিয়ন্ত্রণ করা হবে। বাড়ানো হবে না মদের দোকানের সংখ্যা। টুইটে মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানের এই সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন উমা। উমার মতে, মদ নিষিদ্ধ হলে শিশু ও মহিলাদের উপর অত্যাচারের মাত্রা কমবে।

আরও পড়ুন-রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত কয়েকদিনের মধ্যেই

Advt

Previous articleফের অসুস্থ লালুপ্রসাদ, স্থানান্তরিত হাসপাতালে
Next articleকর্নাটকে ভয়াবহ ডিনামাইট বিস্ফোরণে মৃত ১৫, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর