কুয়াশায় মোড়া কলকাতা, জাঁকিয়ে শীত বঙ্গে

রাজ্যবাসীদের জন্য সুখবর! শনি ও রবিবার জাঁকিয়ে শীত বিরাজ করবে বঙ্গে। শীতের সঙ্গে পাল্লা দিয়েছে কুয়াশাও। সকালেও ঘন কুয়াশার চাদরে মোড়া ছিল শহর ও শহরতলি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলানয় ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বনিম্ন ৪০ শতাংশ এবং সর্বোচ্চ ৯৭ শতাংশ।

শনিবার সকালে ঘন কুয়াশায় মুড়েছিল কলকাতা। তবে বেলা বাড়তেই সামান্য হলেও কেটেছে কুয়াশা। রয়েছে মেঘলা আকাশ। আরও ২৪ ঘন্টা এই পরিস্থিতি থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। হাওয়া অফিস জানিয়েছে, রবিবারের পর উষ্ণতা সামান্য বাড়লেও শীতের আমেজ বজায় থাকবে। পূর্বাভাস, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াস।

জম্মু-কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করায় আটকে যাবে উত্তুরে হাওরে। জম্মু-কাশ্মীরে তুষারপাত-সহ রবিবার থেকে উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

আরও পড়ুন-মন্ত্রিত্ব ছাড়তেই সৌগত-শতাব্দীর নিশানায় রাজীব