Saturday, August 23, 2025

শুভেন্দু অধিকারী, লক্ষীরতন শুক্লর পর শুক্রবার মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই ‘বেসুরো’ ছিলেন বনমন্ত্রী। আজ মন্ত্রী পদে ইস্তফা দিলেন। এবার কি তিনি বিজেপিতে যোগ দেবেন? সেই বিষয়ে জল্পনা বাড়ছে। যদিও রাজীব বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কোনও কথা বলেননি। রাজীব বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা নিয়ে তাঁকে কটাক্ষ করেছেন সৌগত রায় থেকে শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা।

রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীত্ব ত্যাগের পর তাঁকে কটাক্ষ করেন তৃণমূল নেতা সৌগত রায়। রাজীবকে কটাক্ষ করে সৌগত বলেন, ‘রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠক থাকছিলেন না। কাজ না করে ফেসবুক লাইভ করছিলেন। ফেসবুক লাইভে যে কথাগুলি বলেছেন, সেটা দলের বিরুদ্ধে গিয়েছে। এই কথাগুলি তো মন্ত্রিসভায় বলতে পারতেন রাজীব। দলের তরফে বোঝানোর বোঝানোর চেষ্টা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় বহুবার কথা বলেছেন। না বুঝলে কী আর করব! দলের তরফে ব্য়বস্থা নিতেই হতে, নিজেই পদত্যাগ করেছেন। ভালোই হয়েছে।’ একই ভাবে রাজীবের বিরুদ্ধে বলতে ছাড়েননি তৃণমূল সাংসদ শতাব্দী রায়ও। তাঁর স্পষ্ট প্রতিক্রিয়া, অভিযোগ থাকলে দলের মধ্যে থেকেই মিটিয়ে ফেলা উচিৎ। যে এইভাবে ভোটের আগে দল ছাড়া বা দলকে বিপদে ফেলে, তাকে ‘গদ্দার’ বা ‘মিরজাফর’ বলাটাই শ্রেয়।

আরও পড়ুন- সবচেয়ে ভাল প্রস্তাবটাই দিয়েছে কেন্দ্র, বল এখন কৃষকদের কোর্টে : তোমর

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version