অস্ট্রেলিয়ার( Australia ) বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন আর অশ্বিন( R ashwin) ।অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের( india team) সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। উঠতে দেওয়া হয়নি লিফ্টে। নিজের ইউটিউব চ্যানেলে এমনই কথা জানালেন আর অশ্বিন।

অশ্বিন বলেন, ” সিডনিতে ( Sydney )লিফ্টে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা থাকলে আমাদের লিফ্টে ধুকতে দেওয়া হত না। সিডনিতে পৌঁছনো মাত্রই কঠোরতম নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয় আমাদের ওপর। কার্যত বন্দি করে ফেলে আমাদের। খুব অবাক করে দেওেয়ার মতন অভিজ্ঞতা ছিল।”
সিডনি টেস্টে বর্ণবৈষম্যের অভিযোগ ওঠে। বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয় মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাদের উদ্দেশে। এবার অশ্বিনের এই অভিযোগ কার্যত নাড়া দিয়ে যায় ক্রিকেট অস্ট্রেলিয়ার ব্যবহার নিয়ে। এখন দেখার ভারতীয় বোর্ড এর বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয় কিনা?

আরও পড়ুন:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বুমরার টোটকাই কাজে এসেছিল, জানালেন সাইনি
